২০১৮ সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মিম মানতাসা। এরপর কিছু বিজ্ঞাপন ও নাটকে দেখা গেছে তাকে। যদিও সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি। বছর দুয়েক আগে বিয়ে করে আড়ালে চলে যান। পরে ফিরেও আসেন অভিনয়ে। এই ‘গ্যাপ’—এর কারণ হিসেবে বলেছেন পড়াশোনার চাপের কথা। কালবেলাকে মিম মানতাসা বলেন, পড়াশোনার জন্য মাঝখানে একটু কম কাজ করা হয়েছে। এখন যেহেতু পড়াশোনা শেষ তাই কাজও করতে পারব, পরিবারকে সময়ও দিতে পারব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের একটি ছবি শেয়ার করেছেন নির্মাতা আদনান আল রাজীব। সেখানে মিমকে হলিউড সুপারস্টার ‘মেরিলিন মনরো’র মতো দেখাচ্ছিল বলে অভিমত দিয়েছেন অনেকে।
ছবিটির বিষয়ে মুঠোফোনে আলাপকালে মিম কালবেলাকে বলেন, এটা আইসক্রিমের একটি টিভিসি। জানালেন আগামীকাল একটি ক্লোদিং ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে তার। এ ছাড়াও এবারের ঈদে ছোটপর্দায় তার একটি নাটক আসবে। সিনেমায় আগ্রহ আছে মিমের। বললেন, ইচ্ছা আছে বড়পর্দায় কাজ করার। ভালো গল্প পেলে ডেফিনেটলি করব। পর্দার বাইরে পেইন্টিং নিয়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। অবসরের পুরো সময়টাই পরিবারকে দেন তিনি।
মন্তব্য করুন