দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক বুলবুল আহমেদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে, তার বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা চলচ্চিত্রে বাবার অবিস্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সংগীত শ্রদ্ধাঞ্জলি উপহার দিতে যাচ্ছেন।
বাংলা চলচ্চিত্রের সত্তর-আশি দশকের মহানায়ক ছিলেন বুলবুল আহমেদ। দেবদাস’খ্যাত এই সুঅভিনেতার অভিনীত চলচ্চিত্রের কালজয়ী কিছু গান নতুন করে গেয়েছিলেন ‘মহানায়কের গান’ সিজন ১ এ তারই মেয়ে তিলোত্তমা। সিলন টি আবারও স্মরণ করেছে সেই সব গুণী সুরকার, গীতিকার এবং শিল্পীদের, যাদের কারণে যুগে যুগে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের গান।
এবার মহানায়কের গান সিজন ২ এ প্রথম গান সঙ্গীনী ছায়াছবির দুটি মন যখন কাছে এলো। সিজন ২ এর গানও প্রথমটির মতো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন