এক দিনের ব্যাবধানে না ফেরার দেশে চলে গেলেন আরো একজন চলচ্চিত্র পরিচালক। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবে আসরের নামাজ আদায় শেষে পরিচালক নাসির আহমেদ মারা যান।
বৃহস্পতিবার এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরিচালক নাসির ওমরা পালন করতে সৌদি আরব যান। সেখানেই শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমা নামাজ আদায়ের পর জানাজা শেষে মক্কাতেই দাফন করা হবে বলে পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বাংলাদেশ থেকে একটি সরকারিভাবে নো অবজেকশন কাগজ যাওয়ার পর সৌদি আরব সরকার থেকে দাফন করার অনুমতি পাবে বলে জানা যায়।
নাসির আহমেদের শেষ পরিচালিত সিনেমা বাসরঘর।
মন্তব্য করুন