সাইমন বর্তমান সময়ের একজন ব্যস্ত নায়ক। সাইমন সাদিকের অভিষেক ঘটে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী-হুজুর’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম চলচ্চিত্রে খুব বেশি সফল হতে না পারলেও দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামনে অভিনয় করে সাইমন জনপ্রিয়তা অর্জন করেন এবং চলচ্চিত্রে তার অবস্থান শক্তিশালী করতে সক্ষম হন। সম্প্রতি তার জলরং নামের একটি ছবি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি নিয়ে সেন্সর বোর্ড সদস্যরা ব্যাপক প্রশংসা করেছেন। ছবিটি এখন মুক্তির প্রস্তুতি চলছে। আজ টেলিফোনে সাইমনের সঙ্গে কথা হলো…
জলরং ছায়াছবি নিয়ে আপনার মতামত কি?
সাইমন : জলরং নিঃসন্দেহে একটি ভালো ছবি। ইতোমধ্যে ছবিটি নিয়ে সেন্সর বোর্ড সদস্যরা প্রশংসা করেছেন। ছবির গল্প এবং শুটিংয়ে নতুনমাত্রা যুক্ত হয়েছে। দর্শকরা এ সিনেমায় নতুন কিছু খুঁজে পাবে।
বর্তমান কাজ নিয়ে কিছু বলুন?
সাইমন : বর্তমানে দুটি ছবির কাজ চলছে। একটা হচ্ছে রেজা ঘটকের ‘ডোডোর গল্প’। ছবিটিতে আমার বিপরীতে পরীমণি রয়েছে। অপরটি শট ফিল্ম ‘সাইলেন্স’। মূলত সাইলেন্স সংগীতপ্রধান ছবি। ইমন সাহা এর দায়িত্বে আছেন।
আপনি তো শিল্পী সমিতির একজন নেতা। এর বর্তমান কার্যক্রম সম্পর্কে বলুন?
সাইমন : আগামী বছরের ফেব্রুয়ারিতে আমাদের মেয়াদ শেষ হবে। আপাতত সমিতি তার নিজস্ব গতিতে চলছে। হ্যাঁ, একটা ঝামেলা ছিল, সেটা আপাতত আর নেই। আশা করছি নির্দিষ্ট সময়ে নতুন নির্বাচন হবে।
চলচ্চিত্রের বর্তমান অবস্থা কি?
সাইমন : চলচ্চিত্রের বর্তমান অবস্থা অবশ্যই ভালো। ভালোমানের ছবি হচ্ছে। প্রচার ভালো হচ্ছে। তবে উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। বর্তমানে সবার মাঝে সমন্বয়হীনতার অভাব আছে। এই ঘাটতি দূর করতে হবে।
মন্তব্য করুন