তারকাদের ব্যক্তিজীবন নিয়ে জানার কৌতূহল ভক্তদের মধ্যে অসীম। পর্দার বাইরে সেলিব্রেটিরা কেমন, তা জানতে উদগ্রীব সিনেপ্রেমীরা। চিত্রনায়িকা তমা মির্জারও রয়েছে অনেক ফ্যান-ফলোয়ার। তাদের আগ্রহ মেটাতে কালবেলা তুলে এনেছে এই তারকার লাইফস্টাইলের কিছুটা অংশ।
কালবেলার সাপ্তাহিক আয়োজন তারাবেলার তৃতীয় পর্বে এসে তমা মির্জা জানিয়েছেন তার যাপিতজীবনের টুকিটকি বিষয়। সিনেমার বাইরে কীভাবে সময় কাটানো হয়, উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, সিনেমার বাইরে আমি আমার হানির (পোষ্য কুকুর) সাথে সময় কাটাই। যখন আমি বাসায় থাকি, রাতে ঘুমাতে যেতে একটু দেরি হয়। কারণ আমি রাতে ঘুমানোর আগে একটু লুডু খেলি।
লুডু ছাড়াও অন্যান্য গেমস খেলতেও ভালোবাসেন তিনি। তমা বলেন, আমি লুডু স্টারও খেলি। অনেকে আমাকে দুহাজার কয়েনের রিকোয়েস্ট পাঠান, পাঁচ হাজার কয়েনের পাঠান- ওগুলো আমি খেলি না। আমি ১ মিলিয়ন বা ১০ মিলিয়ন ছাড়া খেলি না।
বাংলাদেশি তারকা অভিনেত্রী তমা মির্জা এখন হালের সেনসেশন। আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘সুরঙ্গ’র নায়িকা তিনি। এতে অভিনয় করে বেশ প্রশংসিতও হয়েছেন।
মন্তব্য করুন