নিজ অভিনয়গুণে পৌঁছেছেন খ্যাতির শীর্ষে। ক্যারিয়ারে নায়ক ও প্রযোজক হিসেবে সুনাম কুড়িয়েছেন। এবার ব্যবসায় নাম লিখেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে জমকালো আয়োজন করা হয়। এখানেই ঘোষণা দেওয়া হয় শাকিব খানের এ নবযাত্রার।
জানা যায়, রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানান পণ্য পাওয়া যাবে।
এ আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশ নয়, পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।
মন্তব্য করুন