হলিউড অভিনেতা কেনেথ মিচেল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) মাত্র ৪৯ বছরে পৃথিবীর ম্যায়া ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কর হয়। খবর : এনবিসি নিউজ
কেনেথ মিচেল দীর্ঘদিন ধরে এএলএস-এ (নিউরোলোজিক্যাল ডিজঅর্ডার) রোগে আক্রান্ত ছিলেন। এই রোগের কারণে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তার। পরিবারের পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়।
প্রায় দুই দশকের ক্যারিয়ার কেনেথের। তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ডেনভারের বাবা জোসেফ ডেনভারের চরিত্রে অভিনয় করেছেন।
তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে নো ম্যানস ল্যান্ড, দ্য গ্রিন, হোয়াই ডোন্ট ইউ ড্যান্স, মিরাকেল, হোম অব দ্য জায়ান্ট ও ক্যাপ্টেন মার্ভেলের মতো জনপ্রিয় সব সিনেমা।
মন্তব্য করুন