শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে আসবেন হলিউড তারকারাও!

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

প্রতি বছরই বিতর্কের আবহে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এবার মাঠ ও মাঠের বাইরে নতুন রূপে বিপিএলকে তুলে ধরতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাত দলের এই টুর্নামেন্টটিকে আন্তর্জাতিক মানের করতে বিসিবি পাশে পাচ্ছে সরকারেরও সহযোগিতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টুর্নামেন্টকে নতুনভাবে সাজাতে চায় বিসিবি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বিপিএলকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করতে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির বৈঠকে তিনি বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা মাঠে আসলে এবং বিশ্ববিখ্যাত কোনো ফুটবলার বা হলিউড তারকা উপস্থিত থাকলে সেটি বিশ্ব মিডিয়ায় প্রচার পাবে। এতে বিপিএলই নয়, বাংলাদেশকেও বিশ্বের সামনে নতুন করে তুলে ধরা সম্ভব হবে।’

বিশ্বমানের টুর্নামেন্টে পরিণত করতে বিপিএলে এবার থাকবে মাসকট, ট্রফি ট্যুর এবং একটি থিম সং। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতেহ আলী খানের পারফর্ম করার সম্ভাবনাও রয়েছে। কনসার্টটি শুধু মিরপুরেই নয়, চট্টগ্রাম ও সিলেটেও অনুষ্ঠিত হবে।

এবারের বিপিএল শুধু মাঠেই সীমাবদ্ধ থাকবে না। সারা দেশে তরুণদের উজ্জীবিত করতে বিপিএলের সময় ইয়ুথ ফেস্টিভাল আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুলাই-আগস্টে গণজাগরণের পর তরুণদের যে উদ্দীপনা তৈরি হয়েছে, সেটি বিপিএলের মাধ্যমে আরও প্রসারিত হবে। এ প্রসঙ্গে নাজমূল আবেদীন বলেন, ‘সামাজিক বিভিন্ন বিষয়েও বিপিএল ভূমিকা রাখবে। শুধু খেলার মাঠে নয়, দেশের প্রতিটি অঞ্চলে বিপিএলের চেতনা ছড়িয়ে পড়বে।’

বিপিএল আয়োজন নিয়ে নতুন উদ্দীপনার পাশাপাশি, ক্রিকেটের বাইরের তারকারাও এবার আসরকে আলোকিত করবেন। বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে বিসিবি। জানা গেছে, বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে চিত্রনায়ক শাকিব খান ও ইমন অংশ নিয়েছেন। এছাড়া, বিপিএলের ম্যাচগুলোতে মাঠে উপস্থিত থাকতে পারেন বেশ কয়েকজন হলিউড তারকাও।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে দর্শকদের জন্য নিয়ে আসা হচ্ছে একাধিক নতুন উদ্যোগ ও আকর্ষণ, যা শুধু টুর্নামেন্টকে নয়, বাংলাদেশের ভাবমূর্তিকেও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করবে বলে মনে করছে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১০

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১১

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১২

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৩

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৪

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৫

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৭

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৮

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৯

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X