চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে গঠিত হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ তথা ভালোবাসার মন্ত্রণালয়। ৩ আগস্ট সন্ধ্যায় হয়েছে ১২ ‘মন্ত্রী’র শপথগ্রহণের আনুষ্ঠানিকতাও!
ফারুকীর এই মন্ত্রণালয় কোনো রাজনৈতিক বিষয় নয়। এটি একটি প্রকল্প। মূলত ফারুকীর তত্ত্বাবধানে চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’ ওয়েবফিল্ম, যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের গল্প হারিয়ে যেতে পারে না। অনেকে প্রেমের বর্ণাঢ্য অভিজ্ঞতা নিয়ে নির্মাণে এসেছেন। এই ১২টি সিনেমায় দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রং, বিচিত্র সব রূপ এবং বৈচিত্র্যময় সব অনুভূতির গল্প।’
আরও পড়ুন : ‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড ভাঙবে ‘প্রিয়তমা’?
ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী সাবিলা নূর এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী। জানা গেছে, ২০২৩ ও ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে এই সিনেমাগুলো মুক্তি পাবে।
মন্তব্য করুন