বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

উপস্থাপনায় তাহসান

উপস্থাপনায় তাহসান

জনপ্রিয় শো ‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। টানটান উত্তেজনায় ভরা পারিবারিক বিনোদনের এ শো’র উপস্থাপনায় থাকছেন তাহসান রহমান খান। ২৭ জানুয়ারি থেকে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর শো-টি দেখা যাবে বঙ্গ অ্যাপে।

এ নিয়ে বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর রূপসী হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করে অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ শুরু হচ্ছে। অনুষ্ঠানটি সব বয়সী দর্শকদের স্মরণীয় ও আনন্দময় কিছু মুহূর্ত উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এ অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে সম্পূর্ণ নতুন ভূমিকায় হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। সঙ্গে থাকছে তার চিরচেনা আকর্ষণ ও উষ্ণতা। তাহসানের এমন রূপ দর্শকরা আগে কখনো দেখেননি, খেলতে আসা পরিবারগুলোর সদস্যদের সাথে খুব সহজেই মিশেছেন, তাদের সঙ্গে আড্ডা দিয়েছেন, জেনে নিয়েছেন তাদের গল্পগুলো। আর পুরো পর্বজুড়েই তাকে দারুণ উচ্ছ্বসিত দেখা গেছে। মঞ্চে নিজস্বতা ধরে রেখে দর্শকদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতার গাঁথুনি গেঁথেছেন তিনি। তাহসান বলেন, বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ফ্যামিলি ফিউড। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।

তিনি বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এই শো-টি, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর শুটিং চলাকালীন পুরোটা সময়, আমি এবং শোতে অংশগ্রহণকারী পরিবারগুলো খুবই মজার ও আনন্দময় একটি সময় পার করেছি। আমার তো এই শো-টি খুবই ভালো লেগেছে এবং অপেক্ষায় আছি পর্দায় দেখার জন্য।

ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট ৩টি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে, সঙ্গে থাকছে নগদ পুরস্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে- আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট। আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড।

এই স্পেশাল এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা, যা অনুষ্ঠানটিতে যোগ করবে বিনোদনের নতুন মাত্রা।

বঙ্গ জানায়, ফ্যামিলি ফিউড বাংলাদেশের মূল লক্ষ্য পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ উদযাপন করার সুযোগ তৈরি করা ও কাছের মানুষদের সাথে বন্ধন দৃঢ় করা। পরিবারের সদস্য কিংবা বন্ধু- যার সঙ্গেই দেখেন না কেন, ম্যাজিকাল একটা সময় কাটবে, সাথে মুগ্ধ হবেন আপনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

পাচারকালে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

ভূমিকম্পে কাঁপল ইরানের পারমাণবিক শহর

টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

হিন্দুরা কোনো দলের সম্পত্তি নয় : মোশাররফ

আবরার ফাহাদের কবর জিয়ারত ডাকসু নেতৃবৃন্দের 

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩ 

৬৫ হাজার টাকায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার

‘মানচিত্র থেকে মুছে দেব’, হুমকি ভারতীয় সেনাপ্রধানের

এক ম্যাচেই তিনটি পেনাল্টি রুখে ইতিহাস গড়লেন তুর্কি গোলকিপার

১০

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? আসল রহস্য জেনে নিন

১১

শিশু তায়েবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

১২

পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতের নতুন দাবি

১৩

কেন এআই চ্যাটবট মাঝেমধ্যে ভুল উত্তর দেয়? জেনে নিন আসল রহস্য

১৪

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা / ‘যে প্রণোদনা দেওয়া হয় তাতে আমাদের কিছু হয় না’

১৫

জ্বরে ভুগছেন টাইগার ক্রিকেটার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা

১৬

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৭

স্লোগান দেওয়া সেই তরুণীর পক্ষে লড়তে চান ফজলুর রহমান

১৮

প্রাথমিক অবস্থায় যে ৫ লক্ষণ দেখলে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

১৯

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-পাবনা সড়ক পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

২০
X