সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিউ ইয়র্কে ছুটি কাটাতে গিয়ে জায়েদ খানের মুখোমুখি হলেন তিনি। শুক্রবার (৪ জুলাই) শুরু হয়েছে জায়েদের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে নতুন একটি শো।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলের জন্য অনুষ্ঠানটি করছেন তিনি। প্রথম পর্বে অতিথি হয়েছেন তিশা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানের এক পর্যায়ে তিশার কাছে নিজেকে নিয়ে শোনা গুজব নিয়ে জানতে চান জায়েদ। অভিনেত্রী বলেন, আমার নাকি ২টা বিয়ে হয়েছে। ৩ নম্বর বিয়ের খবরের জন্য অনুসন্ধান চলছে। এছাড়া আমার একটি সন্তান আছে। তাকে আমি দাদির কাছে লুকিয়ে রেখেছি। এমন গুঞ্জন শুনে সব সময়ই হাসি পায়।
অনুষ্ঠানে তানজিন তিশাকে আরও প্রশ্ন করা হয়—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— জবাবে অভিনেত্রী বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’
এ সময় তিশা বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’
মন্তব্য করুন