ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান সক্রিয়। এবার অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়, আর সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন একের পর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
হিমি জানিয়েছেন, তিনি জীবনের প্রথম বাঞ্জি জাম্প দিয়েছেন কানাডার মন্ট্রিয়ালে। ২১০ ফুট উঁচু থেকে লাফ দেওয়ার আগমুহূর্তে ভয়ে কাঁপছিলেন তিনি। বারবার মনে হচ্ছিল পারবেন না। কিন্তু শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে লাফ দেন তিনি। নিরাপদে নামার পর অভিজ্ঞতাকে জীবনের অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত বলে বর্ণনা করেছেন অভিনেত্রী। সেই ভিডিও তিনি পোস্ট করেছেন ফেসবুকে। মাত্র দুই ঘণ্টায় ভিডিওটি প্রায় তিন লাখবার দেখা হয়েছে। হাজারও মন্তব্যে ভক্তরা যেমন তার সাহসের প্রশংসা করছেন, তেমনি অনেকে নিজেদের ভয়ও শেয়ার করেছেন।
অবকাশে ঘুরে বেড়ানোর পাশাপাশি কানাডার নানা জায়গায় ফটোশুটেও ব্যস্ত হিমি। কখনো রোদচশমায়, কখনো খোলা চুলে, আবার কখনো সেলফি তুলতে ব্যস্ত তিনি। তার হাসিখুশি ভঙ্গিমার ছবিগুলো ভক্তদের মন কেড়েছে।
মন্তব্য করুন