গত বছর কানাডায় শো করে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। সেখানকার ম্যাপলিউড নেইবোরকেয়ার প্রেজেন্ট লাইভ ইন টরন্টো কনসার্টে গেল ১১ নভেম্বর পারফর্ম করেন লিংকন-ফয়সালরা।
এ বছর আবারও কানাডা মাতাতে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের। আসছে ১২ মে কানাডার ভ্যানকুভার শহরে প্রবাসী বাংলাদেশিদের জন্য পারফর্ম করবেন তারা। লাইভ ইন ভ্যানকুভার শিরোনামের কনসার্টে আর্টসেল ছাড়াও পারফর্ম করবে প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বেশকিছু ব্যান্ড। এ ছাড়া নৃত্যানুষ্ঠানসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।
এদিকে কনসার্টের অগ্রীম টিকিট অনলাইনে বিক্রির ঘোষণা দেওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে বলে আর্টসেলের পক্ষ থেকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়। কানাডা প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ দিয়ে স্ট্যাটাসে লেখা হয়, ‘ধন্যবাদ ভ্যানকুভার। আর্টসেলের ১২ মের ভ্যানকুভার কনসার্টের সব টিকিট বিক্রি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। রেকর্ড ভাঙার তিন ঘণ্টা।’
কানাডা কনসার্ট শেষে নিজেদের ২৫ বছর পালনে আমেরিকা যাবে তারা। আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটারে সাইফ আল নাজি সেজান।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর আর্টসেলের তৃতীয় একক অ্যালবাম অতৃতীয় মুক্তি পেয়েছে। গত ৯ মার্চ জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে অতৃতীয়।
মন্তব্য করুন