কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অনুপম রায়। আবারও বিয়ে করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন তিনি। পাত্রীর নাম প্রশ্মিতা পাল। পেশায় তিনিও সংগীতশিল্পী।
তবে তাৎক্ষণিকভাবে অনুপমের সঙ্গে কালবেলার পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ৬ বছর পর বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম দম্পতি।
এরপর গত বছরের নভেম্বরের ২৭ তারিখ টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের সাবেক স্ত্রী পিয়ার বিয়ের হয়। এবার অনুপমের নতুন সংসার পাতার খবরে সরগরম টালিপাড়া। শিল্পীর এটি তৃতীয় বিয়ে।
মন্তব্য করুন