গতকাল দিনটি ছিল লিপ ইয়ার বা অধিবর্ষ। প্রতি চার বছর পর পর দিনটি পৃথিবীর মানুষ উপভোগ করতে পারে। তাই ২৯ ফেব্রুয়ারি অবশ্যই বিশেষ একটি দিন। এমন একটি দিন স্মরণীয় করে রাখতে অনেকেই অনেক ধরনের আয়োজন করে থাকে। কিন্তু দেশবাসীর জন্য দিনটি হয়ে রইল বিষাদময় ও শোকাবহ।
গতকাল (২৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে গেছে শোকের ছায়ায়। এই শোক দেশের তারকাদের হৃদয়েও আঘাত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বজন হারা পরিবারের জন্য তারাও করেছেন প্রার্থনা।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। শুক্রবার (১ মার্চ) সকাল ৯টার দিকে ফেসবুকে এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘গতরাতে বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে সেখানে বেশিরভাগ মানুষ হয়তো গিয়েছিলেন তাদের প্রিয়জন নিয়ে আনন্দময় কিছু সময় ভাগাভাগি করতে। কেউ কেউ গিয়েছিলেন শপিং বা পরিবার পরিজন নিয়ে ফ্রি টাইমে খাওয়া-দাওয়া করতে। কিন্তু এক নিমিষেই ভয়াবহ অগ্নিকাণ্ড থামিয়ে দিয়েছে এতগুলো জলজ্যান্ত জীবন। স্বজন হারিয়ে অনেকের ভবিষ্যৎ জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা! অনেকের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে।’
এমন ঘটনাইয় সবাইকে আরও সচেতন হওয়ার জন্যও তিনি পরামর্শ দেন। এরপর ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘কিছুদিন পরপর অগ্নিকাণ্ডের এত এত তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষয়ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর জীবেনের ঝুঁকি নিয়ে যারা সবসময় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করে সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেইসব ফায়ার সার্ভিস কর্মীদের জানাই স্যালুট।’
সবশেষ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি লেখেন, ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। হাসপাতালে যারা সংকাটাপন্ন অবস্থায় আছেন, তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই কামনা করছি। মহান সৃষ্টিকর্তা শোক সন্তপ্ত পরিবারের সকলকে এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।’
এ ছাড়া অভিনেতা জায়েদ খান তার ফেসবুক স্ট্যাটাসে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে লেখেন, ‘ঢাকার বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও আহতদের প্রতি গভীর সমবেদনা।’
অভিনেত্রী তমালিকা কর্মকার পুড়ে যাওয়া ভবনটির ছবি শেয়ার করে লেখেন, ‘প্রার্থনা’।
নিজের ফেসবুকে অভিনেতা অপূর্ব আগুনের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘বেইলি রোড অগ্নিকাণ্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা। মহান আল্লাহ সবার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’
এ ছাড়া সংগীত শিল্পী পুতুল, ব্যান্ড শিল্পী শারমিন সুলতানা সুমিসহ অনেকেই অগ্নিকাণ্ডে আহত-নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন