ঈদের নাটক নির্মাণে শেষ সময়ে ব্যস্ত হয়ে পড়েছেন নির্মাতারা। রাত-দিন এক করে চলছে শুটিং। তাই শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে অভিনেতা-অভিনেত্রীদেরও।
ঈদের চতুর্থ দিন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচার হতে যাচ্ছে বিশেষ নাটক ‘পরিচয়’। নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে এডিটিং। তারকাবহুল এ নাটক নির্মাণ করেছেন বি ইউ শুভ। গল্প লিখেছেন পারভেজ ইমাম।
নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম ও ডলি জহুর।
তারিক আনামের চরিত্রের নাম রায়হান, ডলি জহুরের চরিত্রের নাম সুমনা।
নিজের অভিনয় ও গল্প নিয়ে তারিক আনাম বলেন, ‘নাটকের গল্প অসম্ভব সুন্দর। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছেন, তারা নিজেদের স্থান থেকে সেরাটি দেওয়ার চেষ্টা করেছেন। বাকিটা নাটক প্রচারের পর দর্শক বলবে। তবে এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। নির্মাণেও দক্ষতা দেখিয়েছেন বি ইউ শুভ।’
তারিক আনাম ও ডলি জহুর ছাড়াও নাটকে আরও অভিনয় করছেন শাহরিয়ার নেওয়াজ জনি, স্বর্ণলতা দেবনাথ ও সারিকা।
মন্তব্য করুন