ঈদকে সামনে রেখে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো দারুণ সব গল্প নিয়ে নাটক নির্মাণ করে থাকেন। বছরের অন্য সময়ের চেয়ে ঈদের নাটকে থাকে ভিন্নতা।
কোরবানির ঈদে আসছে ‘মাস্তান’ নামে একটি বিশেষ নাটক। যেখানে নাম ভূমিকায় রয়েছে খোদ একটি গরু! এই নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। আরও দেখা যাবে তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরীর মতো অভিনয়শিল্পীদের।
নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। তিনি বলেন, ‘মূলত আমার এ নাটকটি প্রেমেরই। এখানে প্রেমে মা আছেন, প্রেমিকাও আছেন। এ ছাড়া গৃহপালিত গরুটিও থাকছে। গল্পজুড়ে কোরবানির ঈদের রেশ রাখার চেষ্টা করেছি আমি।’
ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
মন্তব্য করুন