কনসার্ট করে মোটা অংকের অর্থ আয় করে থাকেন সংগীতশিল্পীরা। তাদের একজন ভারতীয় গায়িকা পলক মুচ্ছাল। প্রতিটি কনসার্ট থেকে পাওয়া পারিশ্রমিকের অর্থ দিয়ে সমাজসেবামূলক কাজও করছেন তিনি।
এই গায়িকা এখন পর্যন্ত ৩ হাজার শিশুর হার্টের অস্ত্রোপচার করিয়েছেন। অস্ত্রোপচারের পর শিশুরা সবাই এখন সুস্থ জীবন কাটাচ্ছে।
খবরটি সামনে আসতেই পলকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। বিষয়টি নিয়ে আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই গায়িকা। যেখানে তিনি সবার কাছে দোয়া চেয়েছিলেন যেন এক শিশুর অস্ত্রোপচারের কাজ সুষ্ঠুভাবে হয়।
ভারতীয় গণমাধ্যমকে পলক বলেন, ‘শুরুটা যখন করেছিলাম তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল, তখন ওই কাজের ফলে ৭ বছরের এক শিশু জীবন ফিরে পায়। আর এখন তো এটি আমার জীবনের বড় মিশন হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, এই মুহূর্তেও অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করে রয়েছে ৪১৩ শিশু। আসলে আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই করি। যেসব শিশুর অভিভাবক চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তাদের জন্য কাজটি করছি।
পলক বলেন, আমি নিজে থেকে এই কাজটি দায়িত্ব মনে করে এগিয়ে যাচ্ছি। আমি সত্যিই আনন্দিত যে ঈশ্বর এই কাজের জন্য একটা মাধ্যম হিসেবে আমাকে বেছে নিয়েছেন।
মন্তব্য করুন