বাংলা সিনেমায় ফিরছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ১৪ বছর বাংলা ছবির সঙ্গে দূরত্ব ছিল এই অভিনেত্রীর। যদিও তার ক্যারিয়ারের শুরুটা ছিল বাংলা চলচ্চিত্র দিয়েই।
২০০৯ সালে শেষবার পর্দায় বাংলা সংলাপ বলতে শোনা যায় শর্মিলা ঠাকুরকে। ‘অন্তহীন’ ছবির পর দীর্ঘদিন বাংলা সিনেমায় দেখা যায়নি তাকে। এবার সুমন ঘোষের ‘পুরাতন’ নামে চলচ্চিত্র দিয়ে বাংলা ছবিতে প্রত্যাবর্তন করছেন তিনি। ছবিতে মিসেস সেনের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর। এতে তার মেয়ের চরিত্রে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
শর্মিলা ঠাকুর জানান, বাংলা সিনেমার প্রস্তাব পেলে ভালো লাগে তার। ১৪ বছর পর বাংলা সিনেমা করছেন ঋতুর হাত ধরে। সুমনের কাছে চিত্রনাট্য শোনার পরই তার মনে হয়েছে সিনেমাটি তার করা উচিত।
‘পুরাতন’ সিনেমার সংগীত পরিচালনায় দায়িত্বে আছেন দেবজ্যোতি মিশ্র। আগামী ৮ ডিসেম্বর শুটিং শুরু হবে। তখন কলকাতা আসবেন শর্মিলা। কলকাতা ছাড়াও বেশকিছু জায়গায় ছবিটির শুট হবে।
মন্তব্য করুন