কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হাত-পায়ে ঝিঁঝি ধরে কেন?

হাত-পায়ে ঝিঁঝি ধরা ।  ছবি : সংগৃহীত
হাত-পায়ে ঝিঁঝি ধরা । ছবি : সংগৃহীত

বেশ কিছু সময় একভাবে দাঁড়িয়ে বা বসে থাকলে অথবা হাত-পায়ে চাপ পড়লে ঝিঁঝি ধরার সমস্যা হয়। এ সমস্যায় কমবেশি সবাই ভোগেন। এ ক্ষেত্রে পরে হাত-পা নাড়ানো কষ্টকর হয়ে ওঠে, অবশ বোধ হয় ও যন্ত্রণা করে।

যে কারণে ঝিঁঝি ধরে

দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে থাকার ফলে হাত-পায়ের পেশিগুলো নিয়ন্ত্রণ করতে স্নায়ুর ওপরে চাপ পড়ে। এর ফলে শরীরের ওই অংশ থেকে যেসব তথ্য মস্তিষ্কে পৌঁছানোর কথা ছিল, তা বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে স্নায়ুগুলোও হৃৎপিণ্ড থেকে অক্সিজেনসমৃদ্ধ রক্ত পাওয়াতে বিঘ্ন ঘটায়; রক্ত সরবরাহকারী শিরার ওপর চাপ পড়ে।

এ রকম পরিস্থিতি থেকে যখন চাপ অপসারিত হয়, তখন একসঙ্গে প্রচুর পরিমাণ রক্ত অঙ্গ-প্রত্যঙ্গে প্রবাহিত হয় এবং একসঙ্গে প্রচুর পরিমাণ তথ্য মস্তিষ্কে প্রবাহিত হতে শুরু করে। আর তখনই শরীরের ওইসব অঙ্গে ঝিঁঝি ভাব অনুভূত হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ রোগের নাম ‘টেম্পোরারি প্যারেসথেসিয়া’।

তবে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন, ভিটামিন ‘বি’-১২-এর অভাবেও হাত-পায়ে অসাড়তা ও ঝিঁঝি ভাব হতে পারে।

এ বিষয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞ মোস্তাফিজ শফিক কালবেলা অনলাইনকে বলেন, ‘সাধারণত মেরুদণ্ডে আঘাতজনিত সমস্যা থেকে সার্ভাইক্যাল স্পন্ডাইসিস বা লাম্বার স্পন্ডাইলোসিসের কারণে হাতে পায়ে ঝিঁঝি ধরার আশঙ্কা থাকে। এ ছাড়া হাতে বা পায়ে রক্ত সঞ্চালন কমে গেলে পেরিফেরাল আর্টারাল ডিজিজ হিসেবে ঝিঁঝি ধরতে পারে। এ রকম ক্ষেত্রে শরীরের ওই অংশে রক্তপ্রবাহ কমে যাওয়ায় মাংসপেশি দুর্বল হয়ে যাওয়ার কারণে ঝিঁঝি ধরে থাকে।’

ঝিঁঝি ধরা তিন ধাপে বিভক্ত

প্রথমত, নির্দিষ্ট অংশে চাপ প্রয়োগ হওয়ার মিনিটখানেক পর তিন থেকে চার মিনিটের জন্য স্থায়ী হওয়া অস্বস্তিকর অনুভূতিকে ‘কমপ্রেশন টিঙ্গলিং’ বলা হয়।

দ্বিতীয়ত, এই ধাপ সাধারণত শুরু হয় ১০ মিনিট পর। এ সময়ে হাতে বা পায়ে অসাড়তা বোধ হয় এবং যতক্ষণ স্নায়ুর ওপর চাপ থাকে, ততক্ষণ এই অনুভূতি থাকে।

তৃতীয়ত, এই ধাপটি শুরু হয় চাপ অপসারণ করার পর। এই অংশটিকেই ইংরেজিতে ‘পিনস অ্যান্ড নিডলস’ বলা হয়।

যেসব ক্ষেত্রে এমনটি ঘটতে পারে—

১. পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে। ২. কেমোথেরাপির মতো চিকিৎসার ক্ষেত্রে। ৩. সিসা বা রেডিয়েশনের মতো বিষাক্ত বস্তুর সংস্পর্শে এলে। ৪. স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে, বিশেষ করে কোনো অসুস্থতা বা আঘাতের পর। ৫. এইচআইভির ওষুধ, খিঁচুনির ওষুধ বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে।

হাত-পায়ে ঝিঁঝি ধরলে করণীয়

# মাথা এপাশ থেকে ওপাশে দুলান কিছু সময়ের জন্য মাথা এপাশ থেকে ওপাশে দুলালে ঝিঁঝি ধরা সমস্যা অনেকটাই কেটে যায়। # দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটুন মিনিটখানেক হাঁটাহাঁটি করলেও এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। # অঙ্গটি টানটান করে রাখা ঝিঁঝি ধরলে সাময়িকভাবে অসাড় হয়ে যাওয়া অঙ্গটি টানটান করে রাখলে সাধারণত কিছুক্ষণের মধ্যে দ্রুত ওই অঙ্গ স্বাভাবিক অবস্থায় ফিরে যায়।

পরামর্শ

ঝিঁঝি ধরার মতো উপসর্গ যদি দীর্ঘ সময় ধরে হতে থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ ছাড়া কোনো অঙ্গে নিয়মিত ঝিঁঝি ধরার ঘটনা ঘটলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানকে কোলে নিতে আদালত প্রাঙ্গণে বাবার কান্না

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কাজিকি’, সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে

সরকারি নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 

প্রাণ ফিরছে সাদাপাথরে, বাড়ছে পর্যটকের ভিড়

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ১১ দেশের

নির্বাচনে নয়, দায়িত্বে থাকতে চান বিসিবি সভাপতি বুলবুল

ভিকারুননিসা-হবিগঞ্জের ঘটনায় হেফাজতে ইসলামের ক্ষোভ প্রকাশ

সিলেটে কুরিয়ার ভ্যানে ডাকাতি, গ্রেপ্তার ৬

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ইন্তেকাল

১০

ইতিহাস আমাদের বিচার করবে : মুসলিম দেশগুলোর উদ্দেশে ইরান

১১

‘ক্যানসারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি’

১২

ফজলুর রহমান চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা

১৩

বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৪

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

১৫

চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৬

সারা দেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি

১৭

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১৮

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

১৯

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

২০
X