কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফুসফুসের ক্যানসার সবচেয়ে নীরব ও প্রাণঘাতী ক্যানসারগুলোর একটি। কারণ, এটি শরীরের ভেতরে ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রাথমিক পর্যায়ে এই ক্যানসারের তেমন কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না। তাই অনেক সময় এই উপসর্গগুলো সাধারণ সর্দি, কাশি বা অ্যাজমার লক্ষণ ভেবে অনেকে গুরুত্ব দেন না। ফলে রোগ ধরা পড়ে অনেক দেরিতে।

বিশেষজ্ঞদের মতে, নিচের পাঁচটি সাধারণ লক্ষণ সম্পর্কে সচেতন থাকলে আগে থেকেই রোগ শনাক্ত করা অনেক সহজ হতে পারে—

১️. তিন সপ্তাহের বেশি স্থায়ী কাশি

তিন সপ্তাহের বেশি সময় ধরে যদি কাশি না সারে, সেটি ফুসফুসের ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। সাধারণ ঠান্ডা বা অ্যালার্জির চিকিৎসায়ও যদি উপশম না হয়, তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। অনেকে একে ‘সাধারণ কাশি’ ভেবে চিকিৎসকের পরামর্শ নেন না। অথচ ফুসফুসে ক্যানসারজনিত টিউমার শ্বাসনালিতে জ্বালা সৃষ্টি করে, যা দীর্ঘস্থায়ী কাশির কারণ হতে পারে। কাশি ক্রমশ বেড়ে গেলে বা পরিবর্তন হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

২️. হঠাৎ ওজন কমে যাওয়া ও অবসাদ

হঠাৎ করে ওজন কমে যাওয়া ও ক্লান্তি অনেক সময় মানসিক চাপ বা বয়সের কারণে হয় বলে মনে করা হয়। কিন্তু অজানা কারণে ওজন কমে যাওয়া শরীরে কোনো গুরুতর অসুস্থতার ইঙ্গিতও হতে পারে। এর মধ্যে ফুসফুসের ক্যানসার অন্যতম। এই অবস্থায় শরীর ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে অতিরিক্ত শক্তি ব্যবহার করে, ফলে ওজন দ্রুত কমে যায়। অন্যদিকে ক্যানসার কোষ শরীরের শক্তি নিঃশেষ করে দেয়, ফলে সারাক্ষণ অবসাদ অনুভূত হয়।

৩️. গলায় কর্কশতা বা স্বরে পরিবর্তন

গলা ব্যথা বা ঠান্ডা না থাকলেও যদি দীর্ঘদিন ধরে গলা ভাঙা বা কর্কশতা থাকে, সেটিও ফুসফুস ক্যানসারের লক্ষণ হতে পারে। কারণ, ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়লে তা ভোকাল কর্ড নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলোর ওপর প্রভাব ফেলে। ফলে স্বরে স্থায়ী পরিবর্তন আসে। গলা ভাঙা অবস্থায় যদি কাশি বা বুকের ব্যথাও দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪️. শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে অসুবিধা

সাধারণ হাঁটাচলা বা দৈনন্দিন কাজের সময় যদি হঠাৎ শ্বাস নিতে কষ্ট হয়, এটি ফুসফুসে টিউমার তৈরি হওয়ার ইঙ্গিত হতে পারে। টিউমার শ্বাসনালিতে বাধা সৃষ্টি করে ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয়। অনেকে একে বয়স, স্থূলতা বা অলস জীবনযাত্রার কারণ বলে ভাবেন। অথচ দ্রুত পরীক্ষা করালে অনেক সময় রোগ প্রাথমিক পর্যায়েই ধরা সম্ভব।

৫️. অজানা বুক বা কাঁধের ব্যথা

বুক বা কাঁধের ব্যথাকে অনেকে সাধারণ মাংসপেশির টান বা ঘুমের ভঙ্গির কারণে হয়েছে বলে মনে করেন। কিন্তু ফুসফুসের ক্যানসার টিউমার স্নায়ু বা বুকের আশপাশের গঠনে চাপ সৃষ্টি করলে এই ব্যথা দেখা দিতে পারে। হাসা, কাশি বা গভীরভাবে শ্বাস নেওয়ার সময় ব্যথা বেড়ে গেলে সেটি আরও উদ্বেগজনক। বিশেষ করে এ ধরনের ব্যথার সঙ্গে কাশি বা ওজন কমে যাওয়ার মতো উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

সতর্কবার্তা

চিকিৎসকরা বলছেন, এই উপসর্গগুলো দেখা মানেই যে, ফুসফুসের ক্যানসার, বিষয়টি এমন নয়। তবে এগুলো দীর্ঘদিন ধরে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

চার দিন ধরে নিখোঁজ বিকাশ কর্মী ওমর ফারুক

ওসির বিরুদ্ধে দুর্বল ধারার অভিযোগ, আ.লীগ নেতার ৩ সন্তানের জামিন

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, চার দিনে ১০৪ জেলের কারাদণ্ড

উচ্ছেদের পর অবৈধ স্থাপনার বৈধতা দিতে তোড়জোড়

ধর্ষণের আলামত গায়েব, ওসিসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সীমান্তে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজধানীতে যুবলীগ নেত্রী লাবণ্য ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির হামজা গ্রেপ্তার

কাঁচা নাকি পাকা পেঁপে, কোনটি ভালো জেনে নিন

১০

পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ নগরভবন ঘেরাও

১১

টাইফয়েড টিকা : যেসব উত্তর জানা জরুরি

১২

দুদিনের কর্মসূচি নিয়ে জামায়াতের নতুন বার্তা

১৩

আফগানিস্তানের সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান রাশিয়ার

১৪

২৮০-এর কথা বলে ২২১ রানেই শেষ বাংলাদেশ

১৫

ওমানে মাছ ধরে বাসায় ফেরা হলো না ৮ বাংলাদেশির

১৬

সাংবাদিক শহীদুল আলমকে আটকে রিজভীর উদ্বেগ

১৭

নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে : কফিল উদ্দিন

১৮

দুদিন পর উদযাপিত হবে জবির এবারের বিশ্ববিদ্যালয় দিবস

১৯

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ফের ইতিহাস

২০
X