কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা

গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা। ছবি : কালবেলা
গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা। ছবি : কালবেলা

স্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব রয়েছে। সাধারণ মানুষকে ধূমপান ত্যাগ ও এর গ্রহণে বিরত থাকার জন্য জনসচেতনতা কার্যক্রম অবহেলিত হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রয়োগ থাকতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার ওপর যথাযথ গুরুত্ব দিতে হবে।

আগামীকাল শুক্রবার বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় গণস্বাস্থ্যের প্রতীকী শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল প্রকল্প ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের উদ্যোগে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে আলোচনা ও প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প পরিচালক ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মূল বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আকরাম হোসেন, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মো. কোরাইশি, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, হৃদরোগ বিভাগের পরামর্শক ডা. নুরুল হাসান।

এবারের প্রতিপাদ্য তামাক কোম্পানির কূটকৌশল প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ধূমপান ও ধোঁয়াবিহীন মিলিয়ে দেশেপ্রতি ১০০ জনের প্রায় ৩৫ জন তামাকজাত দ্রব্যে আসক্ত। বাংলাদেশে ১৩-১৫ বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে তামাক ব্যবহারের হার ৯.২ শতাংশ। ঢাকা শহরের বিভিন্ন এলাকার মোট ১১০টি স্কুলের পারিপার্শ্বিক এলাকার ওপর যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণায় দেখা যায়, আইনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্কুলগুলোর ১০০ মিটারের মধ্যে অবস্থিত ৫০৭টি মুদি দোকানের ৪৮৭টিতেই অন্যান্য দ্রব্যের সঙ্গে তামাকদ্রব্য প্রদর্শন করতে দেখা গেছে। তামাক কোম্পানির এসব অপতৎপরতা রুখে দিতে হবে।

তিনি আরও জানান, ফুসফুসের ক্যানসারের শতকরা ৮৫-৯০ ভাগ এবং শরীরের সব ক্যানসারের অর্ধেক ক্যান্সারের জন্য দায়ী তামাক। নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়। পরোক্ষ ধূমপান থেকেও রক্ষা পেতে হবে।

জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্রিগেডিয়ার এম এ মালিক, অধ্যাপক এম আর খান প্রমুখ চিকিৎসকের অসামান্য অবদান স্মরণ করা হয়। বিশেষ করে গণস্বাস্থ্যের নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৯৭২ সাল থেকে ধূমপায়ীদের আবেদনের প্রয়োজন নেই এই শর্তের প্রয়োগ একটি সুদূরপ্রসারী ও কার্যকর দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে যোগ দিয়েই বললেন, ‘এ দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না’

যে কারণে সারজিস আলমকে শোকজ

বিএনপি দেশের জনপ্রিয় দল : আমির খসরু

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহিণীদের নজর ক্রোকারিজ পণ্যে

যুক্তরাষ্ট্রে আইসিইর হাতে দুই বছরের শিশু আটক

নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে : হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াত জোটে যুক্ত হলো আরও ১ দল

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির বৈঠক রাতে

প্রস্তুত পলোগ্রাউন্ড, চট্টগ্রামে তারেক রহমান

১০

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ

১১

জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরও এক দল?

১২

সুখবর পেলেন বিএনপির এক নেতা

১৩

খাদে পড়ে গেল বরযাত্রীসহ বাস

১৪

পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

১৫

আপনাদের জন্য কাজ করতে চাই, এলাকাবাসীকে ইশরাক

১৬

সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ

১৭

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার

১৮

সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রবিউল আলমের

১৯

আইসিসিকে কড়া বার্তা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান

২০
X