

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্করসহ জেলা ও শহর জামায়াতের নেতারা।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আমরা সর্বস্তরের মানুষের কাছে পরিবর্তনের এ বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের আয়োজন করেছি। সুখে-দুঃখে মানুষের কল্যাণে আমরা সবসময় আছি এবং দল-মতের ঊর্ধ্বে উঠে এ ভূমিকা পালন করার চেষ্টা করছি। দীর্ঘ বছরের পর বছর ধরে আমাকে স্বাভাবিকভাবে কার্যক্রম করতে দেওয়া হয়নি। ৫ আগস্টের পরে আমরা স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। ইতোপূর্বে মানুষ সব দলকে দেখেছে, তাই আগামীতে মানুষ পরিবর্তন চায়। চাঁপাইনবাবগঞ্জের একই পরিবারের দুই ভাই দীর্ঘ ৩০ বছর ধরে এখানে দুঃশাসন চালিয়েছে। এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন চায়, তাই তারা বসবাসযোগ্য শান্তির চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।
শোভাযাত্রায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মোটরসাইকেল আরোহী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
মন্তব্য করুন