বাংলাদেশে হৃদরোগের ইন্টারভেনশনাল চিকিৎসা এখন আন্তর্জাতিক মানসম্পন্ন। দীর্ঘদিন ধরে সরকারের প্রচেষ্টা, বেসরকারি উদ্যোগ এবং দেশের হৃদরোগ বিশেষজ্ঞদের ঐকান্তিক পরিশ্রমের ফলে তা সম্ভব হয়েছে। বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস, সংক্ষেপে বিআইটি, দেশের উন্নত ইন্টারভেনশনাল হৃদরোগ চিকিৎসার স্বার্থে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি প্রখ্যাত বিশেষজ্ঞ ও গবেষকদের মাধ্যমে দেশের নবীন হৃদরোগ বিশেষজ্ঞ, নার্স ও টেকনিশিয়ানদের জন্য প্রশিক্ষণ, কর্মশালা এবং বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে থাকে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এবার সম্পন্ন হলো বিআইটির দুই দিনব্যাপী ফেলো কোর্স।
এবারের ফেলো কোর্সে বাংলাদেশের প্রখ্যাত ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞদের পাশাপাশি ভারত, জাপান, ইউরোপ, আমেরিকা এবং কানাডা থেকে এসেছিলেন আন্তর্জাতিক স্বনামধন্য ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞরা। দু'দিন ধরে তারা এ দেশের নবীন হৃদরোগ বিশেষজ্ঞদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াসহ কার্ডিয়াক ইন্টারভেনশন চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে গবেষণাধর্মী আলোচনা করেন। নবীন চিকিৎসকরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং চ্যালেঞ্জিং বিষয়গুলোর চিকিৎসা পদ্ধতিগুলোর ওপর গুরুত্ব দেন। দেশি, বিদেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ গবেষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি ফেলো কোর্সটি দু'দিনের জন্য হয়ে ওঠে সারা দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও গবেষকদের মিলন মেলা।
বিআইটির কোর্স পরিচালক, দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ গবেষক, কার্ডিয়াক ইন্টারভেনশন চিকিৎসায় দেশের অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, বিআইটি দেশের হৃদরোগীদের চিকিৎসায় আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা দিতে সবসময় দেশের মানুষের পাশে আছে। তার জন্য নবীন চিকিৎসকদের জন্য এ ধরনের ফেলো কোর্স খুব কার্যকরী। ভবিষ্যতে বিআইটির এ রকম উদ্যোগকে আরও বেগবান করার চেষ্টা থাকবে।
মন্তব্য করুন