ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ওটি-র উদ্বোধন হয় গত বছরের ১৪ ফেব্রুয়ারিতে। এই স্বল্পসময়ে সফলতার সাথে ১ হাজার অপারেশন সম্পন্ন হয়েছে হাসপাতালটিতে। ফিরে এসেছে ১ হাজার পরিবারের ম্লান হয়ে যাওয়া মুখের হাসি।
দ্রুততম সময়ে এই ১ হাজার অপারেশনের মাইলফলক অর্জন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর জনাব সাকিফ শামীম।
ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের প্রতিবন্ধকতা এবং তা কাটিয়ে উঠতে কী ধরণের পদক্ষেপ নেওয়া জরুরি। জনাব সাকিফ শামীম ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনার একাংশ তুলে ধরেন। গত ৩ বছরে হাসপাতালটির অগ্রযাত্রায় সকলের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি মানুষের আস্থার জায়গায় হাসপাতালটির স্থান পক্ত করতে আরও অনেকদূর পথচলা বাকি। এই পথচলায় সবার সঙ্গ কামনা করে হাসপাতালটির সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্টাফরা।
মন্তব্য করুন