৪৩তম বিসিএস ননক্যাডারের পছন্দ তালিকা বাতিল ও পূর্বতন বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন ফলপ্রত্যাশীরা।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফলপ্রত্যাশীরা রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন শুরু করেন। দুই শতাধিক চাকরিপ্রার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা বলছেন, ৪১তম বিসিএসের নন-ক্যাডার ফল প্রকাশিত হওয়ার পর মাত্র ১৭ দিনের ব্যবধানে ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। কিন্তু সেখানেও প্রহসন করা হয়েছে। বিগত বিসিএসগুলোতে ৩-৪ হাজার পদ থাকলেও ৪৩তম বিসিএসে পদসংখ্যা মাত্র ১ হাজার ৩৪২, যেখানে ৯ম, ১০ম ও ১১তম গ্রেডে সাধারণ প্রার্থীদের জন্য পদসংখ্যা মাত্র ৮১। এটি চরম বৈষম্য। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পদসংখ্যা বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হোক।
মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, সকাল ১০টায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী পিএসসির সামনে মানববন্ধনে দাঁড়াতে গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা মানববন্ধনে মাইকের ব্যবহার করা হবে না মর্মে পুলিশকে প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ১০টার দিকে কর্মসূচি শুরু করেন।
বেলা সাড়ে ১১টার দিকে পিএসসির সামনে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এরপর ফলপ্রত্যাশীরা পিএসসির সামনের সড়কে বসে পড়েন। পরে পুলিশের মধ্যস্থতায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সাথে আন্দোলনকারীদের তিন সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। পরীক্ষা নিয়ন্ত্রক তাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় পদের চাহিদা না বাড়ালে পিএসসির কিছুই করার নেই। প্রার্থীরা যেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করে। এরপর প্রার্থীরা সংবাদ সম্মেলন করার কথা জানিয়ে বিকেল ৩টার দিকে পিএসসি ত্যাগ করেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। এরপর গত ১৪ ডিসেম্বর রাতে ৪৩তম বিসিএসে ননক্যাডারে ১ হাজার ৩৪২ শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬, দশম গ্রেডের ৮৬১, ১১তম গ্রেডের ৬ এবং ১২তম গ্রেডের ২৭৯টি। এই বিজ্ঞপ্তি বাতিল করে ক্যাডার ও নন-ক্যাডার পদের ফল আলাদা প্রকাশের দাবিতে গত সপ্তাহেও পিএসসির সামনে মানববন্ধন করেছিল ৪৩তম বিসিএসের ফলপ্রত্যাশীরা। গতকাল দ্বিতীয় দফায় মানববন্ধন করল তারা
মন্তব্য করুন