

আমাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন, যিনি কখনো স্টাইল নিয়ে ভুল করেননি। আমরা যতই ফ্যাশন সচেতন হই না কেন, কখনো কখনো ছোটখাটো ভুল চোখ এড়িয়ে যায়। যার ফলে পুরো লুকটাই যেন ঠিকমতো দাঁড়ায় না।
তবে ভালো খবর হলো, এই ভুলগুলো ঠিক করা মোটেও কঠিন নয়। বরং একটু খেয়াল, কিছু সহজ পরিবর্তন, আর সামান্য সচেতনতা থাকলে আপনার প্রতিদিনের সাজই হয়ে উঠতে পারে আরও পরিপাটি, আরও আত্মবিশ্বাসী এবং আরও স্টাইলিশ।
আরও পড়ুন : ছোট কিছু অভ্যাসেই নিন শীতের পোশাকের যত্ন
আরও পড়ুন : চাকরির ইন্টারভিউতে যে ১২টি সাধারণ ভুল আমরা করি
ধরুন, জামাটা একটু বেশিই ঢিলেঢালা হয়ে গেল বা অ্যাকসেসরিজ বেছে নিতে ভুল হলো— এসবই খুব সাধারণ ভুল। তবে দর্জির হাতে একটু ফিটিং করানো, বা একটা ছোট কানের দুল যোগ করলেই বদলে যেতে পারে পুরো ভাব।
ঠিক তেমনই, জুতার সঙ্গে আউটফিট মেলেনি বলে আপনার সেরা পোশাকটাও ম্লান লাগতে পারে। কিন্তু এগুলোর সমাধান একেবারেই হাতের নাগালে।
আজ তাই থাকছে সেই সব স্টাইলিং ভুলগুলো, যেগুলো ঠিক করা খুবই সহজ। অর্থ, সময়, বা অতিরিক্ত ঝামেলা প্রায় কিছুই লাগে না। চলুন, একে একে দেখে নেওয়া যাক।
সঠিক মাপের পোশাক না পরা
ঢিলেঢালা পোশাক আপনার ফিগারের আকৃতি লুকিয়ে দেয়, আর খুব টাইট পোশাকে থাকে অস্বস্তি। এতে পুরো লুকই অসম্পূর্ণ লাগে।
সহজ সমাধান : একজন ভালো দর্জি যেন আপনার স্টাইলের গোপন সহকারী। হাতা কমানো, হেমলাইন ঠিক করা, বা সামান্য ফিটিং—এতেই সাধারণ পোশাকও কাস্টম-মেডের মতো দেখাবে।
অ্যাকসেসরিজকে গুরুত্ব না দেওয়া
অ্যাকসেসরিজ বাদ দিলে আউটফিট অনেক সময় অসম্পূর্ণ লাগে।
সহজ সমাধান: অ্যাকসেসরিজ হলো লুকের শেষ স্পর্শ, যেন বিস্ময়চিহ্নের মতো। শুরু করতে পারেন—ক্ল্যাসিক ঘড়ি , ছোট সোনার দুল, স্ট্রাকচার্ড ব্যাগ, কোমরের বেল্ট বা রজনের বালা। এগুলো যোগ করলেই দেখবেন লুকটা আরও সুচিন্তিত মনে হবে।
ভুল জুতো বেছে নেওয়া
অনেক সময় লুকের সাফল্য নির্ভর করে জুতোর ওপর। ভারী স্নিকার্সের সঙ্গে এলিগেন্ট ড্রেস বা ড্রেস শুজের সঙ্গে ক্যাজুয়াল ডেনিম—এগুলো মানানসই নয়।
সহজ সমাধান: পোশাকের মুড অনুযায়ী জুতো বাছাই করুন—স্পোর্টি লুকের জন্য স্লিক স্নিকার্স, প্রতিদিনের জন্য অ্যাঙ্কল বুট বা পরিপাটি সাজের জন্য ক্ল্যাসিক হিল।
একঘেয়ে রঙে আটকে থাকা
সবসময় নিরপেক্ষ রঙে থাকলে লুকটা নিস্তেজ হতে পারে। আবার অনেক রঙ ব্যবহার করলেও এলোমেলো লাগে।
সহজ সমাধান: রঙের ভারসাম্য রাখুন। নিউট্রাল পোশাকে উজ্জ্বল ব্লেজার, জোরালো প্রিন্টের সঙ্গে হালকা রঙ বা একটুখানি রঙই পুরো লুক বদলে দিতে পারে।
পুরোনো কাট বা সিলুয়েট ব্যবহার
পুরোনো স্টাইল ধরে রাখলে লুকটা আধুনিক থাকে না।
সহজ সমাধান: ট্রেন্ডি কাটে আপডেট করুন—লো-রাইজ স্কিনির বদলে ওয়াইড-লেগ বা বক্সি জ্যাকেটের বদলে ক্রপড ব্লেজার। পুরো ওয়ার্ডরোব বদলানোর দরকার নেই।
জুতো ও ব্যাগের যত্ন না নেওয়া
ফাটা স্ট্র্যাপ বা ময়লা জুতো স্টাইল নষ্ট করে।
সহজ সমাধান : নিয়মিত পরিষ্কার করুন, কন্ডিশন দিন, ঠিকমতো সংরক্ষণ করুন। পরিষ্কার জুতো বা ব্যাগ সাধারণ লুককেও উন্নত করে।
গ্রুমিংয়ের প্রতি উদাসীনতা
চুল বা ত্বকের যত্ন না নিলে ভালো পোশাকও ম্লান লাগে।
সহজ সমাধান: আপনার লাইফস্টাইল অনুযায়ী সহজ হেয়ারস্টাইল নিন। পরিষ্কার নখ, ফ্রেশ ত্বক—এসবই লুককে আরও গোছানো করে।
শুধু বেসিক পোশাকে নিরাপদ থাকা
কার্ডিগানের সব বোতাম বন্ধ করলে বা ভুল লেয়ারিং করলে পোশাক নিস্তেজ লাগে।
আরও পড়ুন : ছোট বাথরুমকে বড় দেখানোর সহজ কিছু উপায়
আরও পড়ুন : যেসব লক্ষণ বলে দেয় আপনার সঙ্গী আপনার জন্য সঠিক নয়
সহজ সমাধান: কার্ডিগান খোলা রেখে ফিটেড টপ বা বেসিক টি-শার্টের ওপর হালকা লেয়ারিং। পুরোনো পোশাককেই নতুনভাবে পরুন—এটাই গোপন টিপস।
আপনি এখন যেহেতু জানেন, সহজেই ঠিক করা যায় এমন স্টাইল ভুলগুলোর কথা, এখন সময় আপনার ওয়ার্ডরোবকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার।
সূত্র : Bright Side
মন্তব্য করুন