কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রুই মাছের ৮ পদ, আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের রেসিপিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রুই মাছ, বাঙালি রান্নাঘরের এক অবিচ্ছেদ্য অংশ। মাছে-ভাতে বাঙালির পাতে রুই না থাকলে যেন ভোজটাই অসম্পূর্ণ লাগে। আর শুধুই ভাজা বা ঝোল নয়, এই মাছ দিয়ে তৈরি হয় অসাধারণ কিছু বিশেষ পদ– কখনো রাজকীয়, কখনও আবার একেবারে সাদামাটা অথচ অতুলনীয়।

চলুন, আজ দেখে নিই আটটি ভিন্ন স্বাদের রুই মাছের রান্না, যা একদিকে যেমন রসনাতৃপ্তি দেবে, তেমনই প্রতিদিনের খাবারেও আনবে নতুনত্ব।

ক্ষীরোদ রুই

উপকরণ : কাতলা মাছ, পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা, গরম মসলা, দুধ, ময়দা, ধনে গুঁড়ো, ঘি ও অন্যান্য মসলা।

প্রণালি : মাছ মেখে ভেজে নিন। কড়াইয়ে ঘি-তেল গরম করে পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা দিন। মসলা দিয়ে কষিয়ে নিন। দুধ আর ময়দা মিশিয়ে দিন। গ্রেভি ঘন হলে মাছ দিয়ে ঢেকে রাখুন। কয়েক মিনিট পর নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রুই মাছের রেজালা

উপকরণ : রুই মাছ, টক দই, পেঁয়াজ বাটা, আদা, কাঁচালঙ্কা, গরম মশলা, চিনি ও জায়ফল-জয়িত্রী।

প্রণালি : মাছ, দই ও মসলা মিশিয়ে ম্যারিনেট করুন। ভেজে তুলে রাখুন। এরপর পেঁয়াজ, মসলা কষিয়ে মাছ দিয়ে দিন। জল দিয়ে মিশিয়ে রান্না করুন। শেষে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

গন্ধরাজ রুই

উপকরণ : রুই মাছ, গন্ধরাজ লেবুর রস ও পাতা, টক দই, আদা, পোস্ত, সর্ষে, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা।

পদ্ধতি : মাছ মশলা দিয়ে মেখে রেখে দিন। ভেজে তুলে রাখুন। দই ও অন্যান্য মসলা দিয়ে পেস্ট তৈরি করে তা কষান। এরপর পোস্ত-সরষে বাটা দিন। জল দিয়ে মাছ দিন। শেষে গন্ধরাজ পাতা ও রস দিয়ে চাপা দিন। গরম গরম পরিবেশন করুন।

রুই মাছের কোরমা

উপকরণ : রুই মাছ, পেঁয়াজ, আদা-রসুন, কিসমিস, কাজু, পোস্ত, দই, টমেটো, কাঁচালঙ্কা, ঘি ও গরম মশলা।

প্রণালি : মাছ ভেজে রাখুন। পেঁয়াজ বেরেস্তা, কাজু-কিসমিস বেটে পোস্ত ও দই মিশিয়ে রাখুন। তেলে ফোড়ন দিয়ে সব মশলা কষান। মিশ্রণ দিয়ে ভালো করে কষিয়ে মাছ দিন। শেষে ঘি ও গরম মসলা ছড়িয়ে পরিবেশন করুন পোলাও বা ভাতের সঙ্গে।

ভাপা রুই

উপকরণ : রুই মাছ, সর্ষে, পোস্ত, চারমগজ, টক দই, হলুদ, কাঁচা লঙ্কা, নুন, চিনি।

প্রণালি : মাছ নুন-হলুদ দিয়ে ভেজে নিন। সব মসলা একসঙ্গে মিশিয়ে মাছের সঙ্গে বাটিতে রেখে ভাপিয়ে নিন ১৫-২০ মিনিট। ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রুই মাছের সরষে পোস্ত

উপকরণ : রুই মাছ, সর্ষে-পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন, চিনি।

প্রণালী: মাছ হালকা ভেজে নিন। সর্ষে-পোস্তর মিশ্রণ তৈরি করে তেলে ফোড়ন দিয়ে কষান। মাছ দিয়ে অল্প জল দিয়ে রান্না করুন। সহজ আর খুবই স্বাদে ভরপুর এই পদ।

দই রুই

উপকরণ: রুই মাছ, টক দই, পেঁয়াজ কুচি ও বাটা, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, গরম মসলা, চিনি।

প্রণালি : মাছ ভেজে তুলে রাখুন। তেজপাতা দিয়ে তেলে ফোড়ন দিন। পেঁয়াজ ও মসলা কষিয়ে দই দিন। পরে মাছ ও জল দিয়ে রান্না করুন। ঝোল কমিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রুই মাছের কালিয়া

উপকরণ : রুই মাছ, পেঁয়াজ, আদা-রসুন, জিরে, টক দই, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, নুন।

পদ্ধতি : মাছ ভেজে নিন। পেঁয়াজ বাটা ভেজে মসলা দিয়ে কষান। টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। শেষে মাছ দিয়ে ঝোল ফুটিয়ে পরিবেশন করুন।

রুই মাছের এত রকম পদ এক জায়গায় থাকলে আর আলাদা করে রেসিপি খুঁজতে হয় না! প্রতিদিন একইরকম ঝোল-তরকারি খেতে খেতে যদি একঘেয়েমি লাগে, তাহলে এই রেসিপিগুলো আপনার জন্যই।

একদিন ক্ষীরোদ রুই, তো পরদিন রুই রেজালা। ছুটির দিনে গন্ধরাজ রুই বা কোরমা, আবার হালকা খেতে ইচ্ছে করলে ভাপা রুই বা দই রুই– একেকটি রেসিপি একেক রকম স্বাদের ভাণ্ডার।

তাহলে আর দেরি কেন? রুই মাছ আনুন, আর আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের রেসিপিটি!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান

কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষণা

মৃধা আলাউদ্দিন / কবিতায় জেগে ওঠা নতুন চর...

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

১০

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

১১

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

১২

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

১৩

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

১৪

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১৫

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১৬

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১৭

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৮

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

১৯

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

২০
X