কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫২ এএম
অনলাইন সংস্করণ

চা না কফি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চায়ের সঙ্গে বাঙালির প্রেম অনেক পুরোনো। পাশাপশি কফির প্রতি ভালোবাসাটাও কম নয়। চা বা কফির কাপে চুমুক না দিলে যেনো সকাল শুরু হয় না অনেকের। কাজে মেলে না শক্তি। অলসতা ছাড়াতে এই দুই পানীয়র বিকল্প ভাবা যায় না। আড্ডা, অফিসের কাজের চাপ কিংবা একাকী সন্ধ্যায় সঙ্গী হয় চা বা কফি।

কেউ বলে চা-কফি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। আবার কেউবা করে কড়া মানা। মনে তাই প্রশ্ন জাগা স্বাভাবিক চা-কফি পান করলে কি আসলেই ক্ষতি হয়? চলুন জানা যাক পুষ্টিবিদরা কী বলেছেন-

চায়ের যত গুণ

এক কাপ চা তে আছে ১৪ থেকে ১৭ গ্রাম ক্যাফিন। মুড বুস্ট করতে সাহায্য করে এই উপাদানটি। এ জন্য চা পানের পর দেহ-মন চাঙা হয়ে উঠে। একাধিক উপকারী উপাদানের উৎস এই পানীয়টি। হার্টের জন্য চা উপকারি। নিয়মিত চা পানের মাধ্যমে উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যাও এড়ানো যায়।

সেরা পানীয় কফি

কফিও কোনো অংশে চায়ের চেয়ে কম উপকারি নয়। প্রতি ১ কাপ কফিতে ৯৫ থেকে ২০০ মিলিগ্রাম ক্যাফিন থাকে। এটি উৎকণ্ঠা, অস্থিরতা রোধে কাজ করে। নিয়মিত কফি পানে হার্ট সংক্রান্ত অসুখ থেকে শুরু করে টাইপ-২ ডায়াবেটিস, গলস্টোন, পার্কিনসনস ডিজিজের মতো অসুখের আশঙ্কা কমে। এ জন্য কফি পান করা যেতে পারে।

চা আর কফি দুটোই আসলে শরীরের জন্য উপকারি। তাই বলে যখন তখন ইচ্ছেমতো এই পানীয় পান করা যাবে না। তাহলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।

রাতে চা-কফি খেলে কী হয়?

পুষ্টিবিদদের মতে, রাতে চা-কফি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এসব পানীয়তে থাকা ক্যাফিন রাতের ঘুম নষ্ট করে দিতে পারে। এটি বারবার প্রস্রাবের কারণও হতে পারে। অনেকে মধ্যরাতে চা-কফি পান করেন। এই অভ্যাস ছাড়াই ভালো। তবে সন্ধ্যার নাশতায় চা-কফি পান করতে পারেন।

দিনে কত কাপ চা-কফি পান করা উচিত

উপকারি হলেও দিনে ২ থেকে ৩ বারের বেশি চা-কফি পান করা উচিত নয়। এসব পানীয় বেশি পরিমাণে পান করলে শরীরে বিপাকের হার বিঘ্নিত হতে পারে। কমে যেতে পারে ক্ষুধাভাব। অতিরিক্ত চা-কফি পান করলে শরীরে ঠিকমতো আয়রন শোষণ হয় না। ফলে দেখা দিতে পারে অ্যানিমিয়ার মতো স্বাস্থ্য সমস্যা।

চা-কফিতে কি দুধ-চিনি মেশাবেন?

এতক্ষণ নিশ্চয়ই খুশি হয়েছিলেন পছন্দের পানীয় পানে বাধা নেই বলে। তবে এতে কিন্তু দুধ-চিনি মেশানো চলবে না। পুষ্টিবিদরা তেমনটাই বলেন। দুধ বা চিনি মেশালে উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। বেড়ে যাবে ওজন। সুস্থ-সবল থাকার জন্য তাই দুধ-চিনি ছাড়াই চা-কফি পানের অভ্যাসের পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

চা-কফি পানের ক্ষতিকর দিক

চা আর কফিতে আছে ক্যাফেইন নামক উপাদান। এই উপাদানটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারি, তেমনি ক্ষতিকরও। অতিরিক্ত ক্যাফেইন পানে ব্যক্তি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কফির প্রতি আসক্তি থাকলে একসময় দুশ্চিন্তা, বিরক্তিভাব, রাগ, নিদ্রাহীনতা, জড়তা, প্যানিক অ্যাটাকের মত মানসিক জটিলতার কারণ হতে পারে।

চায়ের পিএইচ ভ্যালু ৬ ও কফির ৫। কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল ও মেডিকেল রিসার্স ইন্সটিটিউটের প্রতিবেদনে অনুযায়ী, এই পানীয়গুলো অ্যাসিডিটি বাড়িয়ে থাকে। একই সঙ্গে আলসার ও ক্যানসারের মতো কঠিন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

চা বা কফি পানের পর পানি পান করলে তা বদহজম ও লুজ মোশনের মতো সমস্যার কারণ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে ঠান্ডা লাগার মতো সমস্যা। কারও কারও গলা ব্যথাও হয়ে থাকে। এই অভ্যাস দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়ে ভারত ছাড়তে চাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পিএসএল

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

১০

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

১১

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

১২

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১৩

যমুনার সামনে রাতভর যা যা হলো

১৪

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১৫

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৬

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৭

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৮

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১৯

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

২০
X