রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আজ আপনার ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের দিনের রাশিফল-

মেষ: আপনি আত্মবিশ্বাস ও দক্ষতার জোরে পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করে যাবেন। সম্পত্তিসংক্রান্ত কোনো মামলা আটকে থাকলে তাতে মনোনিবেশ করুন। বাইরের লোক ও বন্ধুদের পরামর্শ আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই তাদের কথায় বিশ্বাস করবেন না। নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন। ভ্রমণ শুভ আপনার জন্য।

বৃষ: আজ নিজের অধিকাংশ সময় বাড়ির রক্ষণাবেক্ষণ ও সাজসজ্জার কাজ ও কেনাকাটায় ব্যস্ত থাকবেন। কোনো প্রকল্পে নিজের ইচ্ছানুযায়ী সাফল্য লাভ না করলে পড়ুয়ারা হতাশ হয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করে যেতে হবে। ব্যয় করার সময় বাজেটের হিসাব মাথায় রাখুন। সব ধরনের নেতিবাচক পরিস্থিতি সত্ত্বেও ব্যবসা ঠিকঠাক চলবে।

মিথুন: ইতিবাচক চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে নিজের পরিচিতি বজায় রাখুন। কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে আপনার সমালোচনা করতে পারেন। এদের থেকে দূরে থাকুন। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ নিজের অধিকাংশ সময় বাইরের গতিবিধি ও মার্কেটিং সংক্রান্ত কাজে ব্যয় করবেন।

কর্কট: বাড়িতে কোনো বিশেষ আত্মীয়ের আগমন ঘটতে পারে। ফলে ব্যস্ত থাকবেন। ব্যক্তিত্ব উন্নতির চেষ্টা করবেন। সন্তানের কোনো সুসংবাদ পেতে পারেন। প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই ছোটখাটো বিষয়কে এড়িয়ে যাবেন না। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন। প্রিয়জনের কাছ থেকে বসন্তের আগের দিন উপহার পাবেন।

সিংহ: আজ কেবল নিজের কাজে মনোনিবেশ করুন। কোনো সাফল্য লাভ করলে সবাই আপনার পক্ষে আসবে। মাঝেমধ্যে মন বিচলিত হতে পারে। তাই নিজের মস্তিষ্কে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। জয় লাভ করবেন কিন্তু অহংকারের কারণে লোকসান সম্ভব। কর্মক্ষেত্রে প্রায় সব কাজই সহজে পূর্ণ হবে। অসুস্থ হতে পারেন হঠাৎ।

কন্যা: আজ আপনার জন্য দিনটি আনন্দের হবে। তাই নিজের কাজে মনোনিবেশ করুন। আলস্যকে নিজের ওফর প্রভাব বিস্তার করতে দেবেন না। বাচ্চাদের বন্ধু ও বাড়িতে তাদের গতিবিধির ওপর নজর রাখুন। ব্যবসায় বড়সড় উন্নতি দেখা দিতে পারে। পরিবারের সঙ্গে বিনোদনে সময় কাটাবেন। আবহাওয়া পরিবর্তনের ফলে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে।

তুলা: আজ ভাগ্যকে অনুকূলে পাবেন। যে কাজ হাতে নেবেন, তা-ই সঠিকভাবে পূর্ণ হবে। ফলে আত্মবিশ্বাস বাড়বে। পড়ুয়ারা পরিশ্রম অনুযায়ী সাফল্য লাভ করতে পারেন। আর্থিক কাজকর্মের সময়ে হিসাবে যাতে কোনো গরমিল না-হয়, সেদিকে লক্ষ্য় রাখতে হবে। কোনো দলিলে হস্তাক্ষরের আগে ভালোভাবে পড়ে নিন।

বৃশ্চিক: পরিবারে শুভ কাজের আয়োজন হতে পারে। ধর্মীয় যাত্রাসংক্রান্ত পরিকল্পনা করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা হচে পারে। পড়ুয়ারা পরিশ্রম অনুযায়ী সঠিক ফলাফল পাওয়ায় স্বস্তি অনুভব করবে। পরিবারের কোনো সদস্যের ব্যবহারিক জীবনে অবসাদ দেখা দিতে পারে। বহিরাগতদের হস্তক্ষেপের ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে অগ্রসর হবে। আর্থিক দিক দিয়ে দিন ভালো।

ধনু: আর্থিক পরিকল্পনা কার্যকর করতে পারেন, এটিই সঠিক সময়। তাই চেষ্টা করে যান এবং সাফল্য লাভ করুন। লগ্নিসংক্রান্ত কাজের জন্য ভালো সময়। সামাজিক কাজে নিঃস্বার্থ যোগদান করবেন। যে কোনো নেতিবাচকতা থেকে মুক্ত থাকুন। আপনার কোনো গোপন কথা প্রকাশ্যে আসতে পারে। কারও ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

মকর: প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক লাভজনক প্রমাণিত হবে। তাদের সঙ্গে সময় কাটালে ও সামাজিক কাজে অংশগ্রহণ করলে আপনার ব্যক্তিত্ব উন্নত হতে পারে। আটকে থাকা অধিকাংশ কাজ পূর্ণ হবে। কিছু বন্ধুর কারণে সমস্যায় জড়াতে পারেন। তাই তাদের কথায় বিশ্বাস করবেন না। দিনের মধ্যভাগে ভোগান্তি বাড়বে।

কুম্ভ: নিজের ইচ্ছানুযায়ী কাজে মনোনিবেশ করার চেষ্টা করুন। ফলে অবশ্যই সাফল্য লাভ করবেন। সামাজিক কাজে অংশগ্রহণ করুন। নেতিবাচক চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তি আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। বড়দের পরামর্শ শুনুন। ব্যবসায় শুভ সময় পেতে পারেন। পারিবারিক জীবন সুখে কাটবে।

মীন: আজ কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। আটকে থাকা জমি-সম্পত্তির লেনদেনেও সাফল্য লাভ করতে পারেন। কোনো বিশেষ মানুষের সঙ্গে দেখা হবে যার ফলে মনে আনন্দ থাকবে। মনের মধ্যে কিছু অপ্রত্যাশিত সম্ভাবনা থাকবে। নিজের স্বভাবে নিয়ন্ত্রণ রাখুন। উচ্চাধিকারী ও অভিজ্ঞ ব্যক্তির সাহায্য লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১০

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১১

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১২

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৩

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৪

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৫

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৬

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৭

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

১৮

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

১৯

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

২০
X