

শীতকাল এলেই দিনের শুরুটা জমে থাকা ঠান্ডার কারণে অনেকের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা বাতাসের স্পর্শে শরীর একদম শক্ত হয়ে যায়। এ সময় গরম পানির গোসল যেন আশীর্বাদের মতো লাগে। শরীরে উষ্ণতা আসে, মনটা আরাম পায়, আর গোসলটাও অনেক বেশি উপভোগ্য মনে হয়।
বিশেষ করে যারা বাইরে কাজ করেন বা দীর্ঘ সময় ঠান্ডায় থাকতে হয়, তাদের কাছে গরম পানির গোসল একধরনের স্বস্তি এনে দেয়। তবে আরামের পেছনে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে কিছু স্বাস্থ্যঝুঁকিও। অনেকেই জানেন না, অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে শরীরের কিছু ক্ষতিও হতে পারে।
আরও পড়ুন : শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?
আরও পড়ুন : বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না
তাই শীতকালে গরম পানি সত্যিই আমাদের জন্য ভালো, নাকি কিছু ক্ষেত্রে ক্ষতি ডেকে আনে? এই প্রশ্নের উত্তর জানা জরুরি। আজকের লেখায় আমরা সহজ ভাষায় সেই বিষয়টাই বুঝে নেব।
শরীর গরম রাখে : শীতকালে গরম পানি শরীরকে দ্রুত উষ্ণ করে, ফলে ঠান্ডাজনিত অস্বস্তি কমে।
মাংসপেশির ব্যথা কমায় : গরম পানি রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে ব্যথা ও জড়তা দূর হয়।
রিল্যাক্সেশন দেয় : গরম পানি স্ট্রেস কমায় এবং মনকে শান্ত করে।
ত্বক শুষ্ক হয়ে যায় : অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে, ফলে ত্বক খুব দ্রুত শুষ্ক হয়ে পড়ে।
চুলের ক্ষতি হয় : খুব গরম পানি চুলের কিউটিকল নষ্ট করে, ফলে চুল রুক্ষ ও ভঙ্গুর হতে পারে।
হৃদরোগীর জন্য ঝুঁকি : যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য অত্যধিক গরম পানিতে গোসল বিপজ্জনক হতে পারে।
আরও পড়ুন : যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়
আরও পড়ুন : ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ঘুরতে পারবেন বাংলাদেশিরা
গরম পানি শীতকালে আরামদায়ক হলেও খুব বেশি গরম পানি ব্যবহার করা উচিত নয়। মাঝারি গরম পানি সবচেয়ে নিরাপদ। তাই আরাম চাইলে গরম পানিতে গোসল করুন, তবে সীমার মধ্যে ত্বক, চুল এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে।
মন্তব্য করুন