কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

সোলমেট আসলে কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা সাধারণত ‘সোলমেট’ শব্দটিকে রূপকথার প্রেমের গল্পের মতো ভাবি। কিন্তু সত্যি বলতে, সোলমেট শুধু রোমান্টিক সঙ্গীই হবে বিষয়টি এমন নয়। এটি এমন একজন মানুষ, যার সঙ্গে আপনার গভীর ও তীব্র একটি মানসিক সংযোগ থাকে। সেটি যে কোনো ধরনের সম্পর্কেই হোক না কেন।

সোলমেট হলো এমন একজন যার সঙ্গে আপনার অসাধারণ রকমের মিল থাকে। গভীর সম্পর্ক থেকেই সোলমেট তৈরি হয়। মানুষ সাধারণত সোলমেটকে রোমান্টিক গল্পের নিখুঁত জুটি হিসেবে দেখলেও, সোলমেট সম্পর্ক শুধু প্রেমের মধ্যেই সীমাবদ্ধ নয়।

আপনার জীবনসঙ্গী বা প্রেমিক/প্রেমিকা সোলমেট হতে পারে, আবার একজন ঘনিষ্ঠ বন্ধু, পরামর্শদাতা কিংবা কাজের সঙ্গীও সোলমেট হতে পারে।

বিয়ে বা প্রেম ছাড়াও জীবনে স্বাস্থ্যকর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তবুও যখন মানুষ ‘সোলমেট’-এর কথা বলে, তখন সাধারণত তারা এমন একজনকে বোঝায় যার সঙ্গে তাদের মুহূর্তেই একটা সংযোগ তৈরি হয় এবং রোমান্টিক অনুভূতিও থাকে। তবে মনে রাখবেন, যেই ধরনের সোলমেটই হোক না কেন, এই মানুষটি আপনার জীবনকে উন্নত করবে এবং আপনাকে জীবনকে গভীরভাবে পূর্ণতা দেবে।

সোলমেটের ধরন

বিভিন্ন ধরনের সম্পর্ক সোলমেট হতে পারে। নিচে কয়েকটি শক্তিশালী সম্পর্কের ধরন তুলে ধরা হলো—

সেরা বন্ধু: একজন ঘনিষ্ঠ বন্ধুও সোলমেট হতে পারে। এই বন্ধু হতে পারে স্কুলজীবনের পরিচিত কেউ, কিংবা প্রাপ্তবয়স্ক জীবনে পাওয়া বন্ধু। সেরা বন্ধুদের মধ্যে গভীর বন্ধন থাকে এবং একসাথে সময় কাটানো সহজ ও আনন্দদায়ক হয়। তারা একসাথে ভ্রমণ করতে পারে, একে অপরের পরিবার ও লক্ষ্যে পাশে থাকে এবং কঠিন সময়ে শক্ত হয়ে দাঁড়ায়।

কর্মফলজনিত (কর্মিক) সোলমেট: একজন কর্মিক সোলমেট আপনার জীবনে আসে আপনাকে কিছু শেখাতে বা আপনার কোনো প্রয়োজন পূরণ করতে। এই সম্পর্কের উভয়ই কিছু বিশেষ গুণ নিয়ে আসে, কিন্তু দুজনের লক্ষ্য বা দৃষ্টিভঙ্গি সাধারণ থাকে।

লাইফ পার্টনার: একজন জীবনসঙ্গী, যেমন স্বামী, স্ত্রী বা প্রেমিক/প্রেমিকা আপনার রোমান্টিক সোলমেট হতে পারে। এই সম্পর্ক সাধারণত একসাথে ঘর, পরিবার এবং ভবিষ্যৎ তৈরি করার ওপর ভিত্তি করে। নিঃশর্ত ভালোবাসা এই ধরনের সোলমেটের প্রধান লক্ষণ।

টুইন ফ্লেম: টুইন ফ্লেম হলো এমন একটি সম্পর্ক, যেখানে দু’জন মানুষ একে অপরের মধ্যে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পায়। তাদের মধ্যে একই রকম গুণ, আগ্রহ বা দুর্বলতা থাকতে পারে। টুইন ফ্লেম প্রেম হতে পারে প্লেটোনিক, আবেগী, রোমান্টিক, মানসিক বা সবকিছুর মিশ্রণ। কখনো এই সম্পর্ক একজন শিল্পসঙ্গী, পরামর্শদাতা বা এমন একজন বন্ধুর সঙ্গে হতে পারে যার সঙ্গে আপনার গভীর আত্মিক সংযোগ থাকে।

আপনি সোলমেট খুঁজে পেয়েছেন কি?

নিচের পাঁচটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন কেউ আপনার সোলমেট হতে পারে -

একসাথে সময় কাটানো সহজ লাগে : আপনারা একসাথে থাকলে অজান্তেই সময় দ্রুত কেটে যায়, কোনো অস্বস্তি থাকে না। তর্ক বা মতভেদ হতেই পারে, কিন্তু আপনারা সবসময় ভালোবাসা থেকে আচরণ করেন এবং ক্ষমা করতে জানেন।

তাদের সুখ-দুঃখ আপনার কাছে গুরুত্বপূর্ণ : আপনি সত্যিকারভাবে তাদের পরিবার, স্বপ্ন, লক্ষ্য ও ক্যারিয়ারের সাফল্য চান এবং তারাও আপনার জন্য একইভাবে ভাববে।

তাদের কাছে থাকলে এক ধরনের স্পার্ক বা উত্তেজনা অনুভব হয় : এটি রোমান্টিক হতে পারে, আবার প্লেটোনিক বা মানসিকও হতে পারে। যাই হোক, সেই অনুভূতি আপনাকে আরও সময় একসঙ্গে কাটাতে আকৃষ্ট করবে।

আপনার আত্মবিশ্বাস বাড়ে : এই ব্যক্তি আপনার জীবনে ইতিবাচক আলো এনে দেয়। তার সঙ্গে থাকলে আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করেন, আত্মসম্মান বাড়ে। একইভাবে, সে-ও আপনার কাছ থেকে নিরাপত্তা, স্বস্তি ও মূল্যায়ন পাবে।

সোলমেট ছাড়া জীবন কল্পনা করা কঠিন ও একাকী লাগতে পারে। সোলমেট হারানো ভীষণ কষ্টদায়ক হতে পারে, তাই এই মানুষটির প্রতি আপনার অনুভূতি মাঝে মাঝে মিশ্র হতে পারে। কারণ আপনি জানেন সোলমেট পাওয়া কতটা সৌভাগ্যের, সম্পর্ক কতটা নাজুক, এবং এই মানুষটি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।

সূত্র : MasterClass

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্ধক্য থামিয়ে দেওয়ার অবাক করা উপায় পেলেন বিজ্ঞানীরা

‘লাল টুকটুকে বউ’ সাজে নিশাত প্রিয়ম

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম

সোলমেট আসলে কী

বিলুপ্তির পথে সেচযন্ত্র দোন-সেঁউতি

কুড়িগ্রামে শীতের দাপট ও তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

ইনজুরি উপেক্ষা করে নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিক

বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ 

নিজেকে ‘অর্ধনগ্ন’ মনে হতো: স্বরা

১০

আইপিএল থেকে অবসর নেওয়ার কারণ জানালেন আন্দ্রে রাসেল

১১

প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের পরিকল্পনা করেন বাউল শিল্পী সোনিয়া

১২

সোনালি সাজে অপুর নতুন বার্তা

১৩

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ

১৪

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়ার আহ্বান সরকারের

১৫

জন্মসংখ্যা অনুযায়ী দেখে নিন কেমন কাটতে পারে ডিসেম্বর মাস

১৬

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

১৭

এসপির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, বিশেষ সতর্কবার্তা

১৮

বিয়েতে রসগোল্লা কম পড়ায় মারামারি, অতঃপর

১৯

কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের বিক্ষোভ

২০
X