একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।
বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ শুক্রবার (২৩ জুন) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা :
ঘটনাবলি
১৭২৪ : রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ১৭৫৭ : ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু এবং ঐ যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। ১৯২৬ : নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন। ১৯৩৯ : ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়। ১৯৪১ : সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে। ১৯৪৯ : মওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। ১৯৪৯ : হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন। ১৯৫০ : সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়। ১৯৬৫ : কর্নেল জমাল আবেদেল নাসের মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭৮ : অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়। ১৯৮০ : ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত হন। ১৯৮৯ : ১৪ বছর গৃহযুদ্ধের পর অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি হয়। ১৯৯৪ : ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৯৬ : শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ১৯৯৮ : পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
জন্ম
১৮৬৭ : হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনের অধ্যাপক ও ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধানের সংকলক। ১৮৮৯ : আনা আখমাতোভা, খ্যাতনামা রুশ কবি। ১৮৯৪ : অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা। ১৯০৪ : কুইন্টিন ম্যাকমিলান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। ১৯০৭ : জেমস মিড, ব্রিটিশ অর্থনীতিবিদ। ১৯১২ : অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ। ১৯১৬ : লেন হাটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও দল নির্বাচক। ১৯২২ : সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী। ১৯২৭ : বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক। ১৯৪০ : মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ। ১৯৪৮ : নবারুণ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক। ১৯৫১ : রাজ বাব্বর, ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ। ১৯৫৭ : ডেভিড হটন, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৫৭ : ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মার্কিন অভিনেত্রী। ১৯৬৪ : জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৭২ : জিনেদিন জিদান, সাবেক ফরাসি ফুটবল খেলোয়াড়। ১৯৮০ : রামনরেশ সারওয়ান, ওয়েস্ট ইন্ডিজের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৮০ : ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়। ১৯৮০ : জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা।
মন্তব্য করুন