কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১১:৫৪ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আপনার দিনটি কেমন যাবে, দেখে নিন রাশিফলে

আপনার দিনটি কেমন যাবে, দেখে নিন রাশিফলে

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ শুক্রবার (৭ জুলাই) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

মেষ

মেষ রাশির জাতক-জাতিকারা অন্যের সাহায্য করে আনন্দিত থাকবেন। তবে কিছু ব্যক্তি আপনার আবেগপ্রবণতার সুযোগ তুলতে পারেন। এ সময় আবেগপ্রবণ হওয়ার পাশাপাশি প্র্যাক্টিক্যাল হতে হবে। কর্মক্ষেত্রে আপনার পক্ষে পরিবর্তন হবে। এর ফলে বিরোধীদের মনে ঈর্ষা উৎপন্ন হবে। সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে অংশগ্রহণ করবেন, এর ফলে লাভান্বিত হবেন। সন্তান সংক্রান্ত কোনো কারণে মনে হতাশা জাগবে।

বৃষ

বৃষ রাশির জাতক-জাতিকারা সামাজিতক ও ধর্মীয় কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে অর্থ ব্যয় হবে। জীবনসঙ্গী ও নিকটাত্মীয়র ইচ্ছাপূরণের জন্য সময় ও অর্থ ব্যয় করতে হবে। প্রেম জীবনে আজকের দিনটি আপনাদের অনুকূল। অবিবাহিত জাতকদের বিয়ের আলোচনা হতে পারে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ চললে, তার সমাধান হবে।

মিথুন

মিথুন রাশি জাতক-জাতিকারা আজ অন্যের সাহায্যে সাহায্যে লাভ অর্জন করতে পারবেন। আপনার কোনো বহুপ্রতীক্ষিত কোনো ইচ্ছা পূর্ণ হবে। জীবনসঙ্গীর জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। এর ফলে আপনার সম্পর্কের মধ্যে প্রেম ও ভালোবাসা বাড়বে। সরকারি চাকরিজীবীদের প্রভাব বৃদ্ধি পাবে।

কর্কট

কর্কট রাশির জাতক-জাতিকারা ভাগ্যের জোরে লাভ অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায় নতুন পরিকল্পনা করে থাকলে তাতে লাভবান হবেন। তাড়াহুড়োয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কারণ, তাড়াহুড়োয় নিয়ে থাকা সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন।

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকারা আজ সকাল থেকেই সক্রিয় থাকবেন। সময়ের মধ্যে কাজ পুরো করার চেষ্টা করবেন। রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে কর্মরত সিংহ রাশির জাতক কোনো বড়সড়ো সাফল্য ও অভিজ্ঞতা অর্জন করবেন। চাকরি ও ব্যবসায় ব্যস্ততায় দিন কাটবে। আপনার ওপর আকস্মিক কাজের চাপ আসবে। এর ফলে মন হতাশ হবে এবং পারিবারিক জীবন প্রভাবিত হবে। কর্মক্ষেত্রের অবসাদ পরিবারের সদস্যদের সামনে প্রকাশ করবেন না। তা না-হলে পরিবারের পরিবেশ প্রভাবিত হবে।

কন্যা

দিনটি পারিবারিক জীবনের জন্য ভালো। সুখ ও লাভ অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরি ও ব্যবসায় বিরোধীদের পরাজিত করতে সফল হবেন। আপনার প্রভাব বাড়বে। পাশাপাশি আর্থিক লাভ অর্জন করতে পারবেন। দাম্পত্যজীবনে সুখকর পরিস্থিতি অনুভূত হবে। শিক্ষা ক্ষেত্রে যে চেষ্টা করবেন, তাতে সফল হবেন। জীবনসঙ্গীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তুলা

তুলা রাশির জাতক-জাতিকারা আজ ব্যবসায় লাভ অর্জন করতে পারবেন। আয়ের নতুন উৎস পাবেন। ব্যস্ততায় দিন কাটবে। কোথাও যাত্রা করলে স্বাস্থ্যের যত্ন নিন, তা না-হলে অসুস্থ হতে পারেন। আকস্মিক পরিস্থিতির কারণে আপনার কাজ আটকে যেতে পারে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির চাকরিজীবী জাতকরা অফিসে নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। তা না-হলে বিপরীত পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কোনো সহকর্মীর সঙ্গে তর্ক হলে তা উপেক্ষা করে যান। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। আপনার যশ-কীর্তি বৃদ্ধি পাবে। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ হবে।

ধনু

ধনু রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় ভরে থাকবে। আজ কোনো সিদ্ধান্ত নিলে, তার দ্বারা অত্যধিক লাভ হবে। কোনো আত্মীয়র সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। তা না-হলে সম্পর্কে ফাটল সৃষ্টি হতে পারে। পারিবারিক জিনিসের কেনাকাটায় অর্থ ব্যয় হতে পারে। সন্ধ্যাবেলা কোনো ধর্মীয় স্থানে যাবেন।

মকর

মকর রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আগের চেয়ে বেশি মজবুত হবে। যার ফলে পরিবারের সমস্ত সদস্যের উচ্চাকাঙ্ক্ষা সহজে পূরণ করতে পারবেন। আজ কোনো কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়ে থাকলে তা শেষ করার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। সাবধানে গাড়ি চালান।

কুম্ভ

কুম্ভ রাশির জাতকরা শারীরিক কষ্ট ভোগ করবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে সবদিক ভালো ভাবে খতিয়ে দেখে নিন। তা না-হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। সন্ধ্যাবেলা মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। পারিবারিক বিষয়ে আলোচনা করতে হবে।

মীন

দাম্পত্যজীবনে আনন্দ বাড়বে, ফলে মানসিক শান্তি পাবেন। ব্যবসায় বহুদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ করার জন্য নিকট ও দূরের যাত্রা করতে হবে। ছাত্রছাত্রীরা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। ব্যবসা বৃদ্ধি হবে। উন্নতির ফলে মনে আনন্দ থাকবে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন। এ সময়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে ঝাড়ু মিছিল

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

১০

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১১

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১২

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

১৩

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১৪

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১৫

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১৬

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৭

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৮

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৯

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

২০
X