কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

ভাগ্যরেখায় আজ কী অপেক্ষা করছে আপনার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিতজীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

মেষ

এই রাশির জাতক-জাতিকারা একাধিক ইতিবাচক চিন্তাভাবনা করবেন। আয় বৃদ্ধির উদ্দেশে কাজ করবেন। ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে উন্নতি লাভ হবে। পারিবারিক বিষয়ে অধিক মনোনিবেশ করতে হবে।

বৃষ

নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করবেন। ক্যারিয়ারে উন্নতির জন্য সময় ভালো। সঠিক সুযোগের অপেক্ষা করুন। লাভজনক সুযোগের সন্ধান পাওয়ার পর সঠিক সময়ে নিজের শক্তি ও সময় অনুযায়ী বৃদ্ধির পথ প্রশস্ত করবেন। এর দ্বারা ক্যারিয়ারে দীর্ঘমেয়াদি লাভ অর্জন করতে পারবেন। সঙ্গী ও সন্তানের জন্য অর্থ ব্যয় করতে হবে।

মিথুন

চাতুর্য ও বুদ্ধিমত্তার জোরে নিজের ক্যারিয়ার পারিবারিক সম্পর্ক, দাম্পত্য ও প্রেম সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে পারবেন। কাজের প্রতি সক্রিয় থাকবেন। বিশ্লেষণাত্মক শক্তির মাধ্যমে ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন। নতুন ব্যবসায়ে কাজ করবেন, এর দ্বারা লাভান্বিত হবেন।

কর্কট

ক্যারিয়ারে একাধিক সুযোগ পাবেন ও তার লাভ অর্জনের চেষ্টা করবেন। বিচক্ষণতা, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গী ও ব্যবস্থিত না হলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে চিন্তাভাবনা না করে কোনো পরিবর্তন আনবেন না।

সিংহ

কাঙ্খিত পরিণাম লাভের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। প্রচেষ্টা অনুযায়ী ব্যবসায়িক উদ্যোগের দ্বারা লাভান্বিত হবেন। ব্যবসায়ে অংশীদারী করার ইচ্ছা থাকলে ভালো লাভ অর্জন করতে পারবেন। স্বাধীন ব্যবসায়ী হিসেবেও ভালো প্রদর্শন করবে। প্রেম জীবনের জন্য সময় ভালো। সম্পর্ক মজবুত হবে।

কন্যা

ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে সুখপূর্ণ সময় কাটাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা ও ভালোবাসা বাড়বে। ক্যারিয়ারে উন্নতির জন্য যাত্রা করবেন। আপনাদের আশা-আকাঙ্খা পূরণ হবে। ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনীয়তাগুলোকে পূরণ করার পরিকল্পনা তৈরি করবেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখবেন। কর্মক্ষেত্রে বরিষ্ঠরা সন্তুষ্ট হবে। জীবনসঙ্গীও আপনার প্রতি খুশি থাকবে।

তুলা

জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো কারণে মতভেদ হবে। স্বামী-স্ত্রীর মধ্যে সহমতি হবে না। ব্যবসায়িক লাভে মনোনিবেশ করার ফলে ব্যক্তিগত সম্পর্ক উপেক্ষা করবেন। অর্থ উপার্জনে অধিক মনোনিবেশ করবেন।

বৃশ্চিক

স্বাধীন ব্যবসায়ী হিসেবে নিজের কাজ ভালোভাবে পুরো করার সুযোগ পাবেন। কাঙ্খিত ফলাফল লাভ করতে পারবেন না। কর্মচারী ও সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া নাও পেতে পারেন। এর ফলে রাগ বাড়বে, মেজাজ খিটখিটে হবে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।

ধনু

ব্যক্তিগত জীবনে আগের চেয়েও বেশি ভালো সম্পর্ক গড়ে উঠবে। ব্যক্তিগত সম্পর্কের উন্নতির জন্য দীর্ঘ ছুটির পরিকল্পনা করতে হবে। পেশাগত জীবনে অংশীদারীর দ্বারা লাভান্বিত হবেন। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না, তার ফলে সংঘাত বাঁধবে।

মকর

আজ পরিশ্রম করবেন। বিচার-বিশ্লেষণ করে সমস্ত কাজ সম্পন্ন করবেন। ক্যারিয়ারে কঠিন পরিশ্রম করে যান। ব্যক্তিগত সম্পর্কে সাবধানতা অবলম্বন করবেন।

কুম্ভ

পরিকল্পনাবদ্ধভাবে কাজ করবেন। ক্যারিয়ারের দিক দিয়ে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। এর দ্বারা ভালো পরিমাণে ধন লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের যোগ থাকছে। চেষ্টা করলে আর্থিক স্থায়িত্ব বজায় রাখা সম্ভব হবে।

মীন

পেশাগত জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গী থাকবে। ক্যারিয়ারে উন্নতির জন্য সমস্ত ধরনের চেষ্টা করবেন। সহকর্মী ও আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল থেকে শিক্ষিকার ছেলে নিখোঁজ

দাম্পত্য জীবনে ইতি টানলেন জয়জিৎ-শ্রেয়া

‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, মাদুরো সমর্থকদের বিক্ষোভ

ঢাবি শিবিরের নতুন কমিটি

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

ব্যায়ামের জন্য কখন ইলেকট্রোলাইট দরকার, কখন নয়

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

১০

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

১১

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

১২

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

১৩

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

১৪

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

১৫

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

১৬

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

১৭

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

১৮

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

১৯

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

২০
X