মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল কাজে সফলতা পাবেন। চাকরির বিষয়ে অগ্রগতি হবে। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। যানবাহনে সাবধান।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে আজ কর্মোদ্দীপনা বাড়বে। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স ও ভ্রমণ শুভ। পেশাগত উৎকর্ষ বাড়বে।
মিথুন | ২১ মে-২০ জুন কর্মপরিবেশ অনুকূলে থাকবে। অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। কাজে সফলতা পাবেন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই চাকরিতে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে স্পষ্ট কথা বলা থেকে বিরত থাকুন। স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট যাত্রা শুভ। রাগ নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর পেশাগত সফলতা পাবেন। আয়ের সুযোগ পাবেন। আত্মবিশ্বাস বাড়ান। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর শারীরিক সমস্যা হতে পারে। ভুল অর্থ ক্ষতির আশঙ্কা আছে। কর্মস্পৃহা বাড়বে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর সাফল্যের বার্তা পাবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে কারও পরামর্শ নিন। প্রণয়ঘটিত বিষয় শুভ। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগে সফলতা আসবে।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর আর্থিকভাবে লাভবান হবেন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। সুনাম বাড়বে। পারিবারিক সদাচারে অভ্যস্ত হোন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি আজ শত্রুতা পরিহার করুন। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মে স্বাচ্ছন্দ্য বাড়বে। বাণিজ্য শুভ। যানবাহনে সতর্ক থাকুন। মানসিক অস্থিরতা বাড়বে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি পেশাগত সফলতার সম্ভাবনা আছে। ভ্রমণ শুভ। প্রভাবশালীর সহযোগিতা পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ পেশাগত সফলতা আসবে। সুসম্পর্ক রাখুন । পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক থাকবে।
লিখেছেন: জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী [email protected]
মন্তব্য করুন