জরুরি প্রয়োজনে চট্টগ্রামে জেলা ও মহানগরের সেনা ক্যাম্পে যোগাযোগের জন্য ৭ আগস্ট দেওয়া মোবাইল নম্বর পরিবর্তন হয়েছে। সেনা ক্যাম্পে যোগাযোগের নতুন মোবাইল নম্বর হলো- চট্টগ্রাম জেলা ১. হাটহাজারী ও রাউজান ০১৭৬৯-২৪৩৪১২ ২. রাঙ্গুনিয়া ০১৭৬৯-২৬৩৬৫৮ ৩. মীরসরাই ও সীতাকুণ্ড ০১৭৬৯-২৪২১৫০ ৪. আনোয়ারা ০১৭৬৯-২৪২৮৩০, ০১৭৬৯-২৪৪২১৪ ৫. কর্ণফুলী ০১৭৬৯-২৪৩২৫৮, ০১৭৬৯-২৪৪২১৪ চট্টগ্রাম মহানগর ১. বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চাঁদগাঁও ও আকবরশাহ ০১৭৬৯-২৪৫২৪৩ ২. ইপিজেড, খুলশী, পাহাড়তলী, হালিশহর, বন্দর ও পতেঙ্গা ০১৭৬৯-২৫৩৬০৪, ০১৭৬৯-২৪২১৫৬, ০১৭৬৯-২৫৩৬৪৯, ০১৭৬৯-২৪২১৭৩ ৩. কোতোয়ালি, নিউমার্কেট ও ডবলমুরিং ০১৭৬৯-২৪২৬১৫, ০১৭৬৯-২৪২৬১৭, ০১৭৬৯-২৪২৬১৯
মন্তব্য করুন