কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ-এর নতুন নাম 

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

সংবাদ সম্মেলনের মুহূর্তে। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনের মুহূর্তে। ছবি : কালবেলা

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নাম নিয়ে নতুন করে আত্মপ্রকাশ করল প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ। সংগঠনটি ১১টি দাবি তুলে ধরে।

শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন নামকরণের ঘোষণা সহ ১১টি দাবি তুলে ধরে।

এতে সমসাময়িক সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৩০টিরও বেশি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সম্প্রতি সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংস্কৃতিক সংগঠনগুলোর যূথবদ্ধ এ প্লাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু লিখিত বক্তব্যে ১১ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইনসহ নিবর্তনমূলক সকল আইন বাতিল করতে হবে এবং এই আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়া, সকল গণমাধ্যমকে সরকারি প্রভাবমুক্ত করা।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা। যাত্রা, পালাগান, কবিগান, বাউলগান, গম্ভীরাসহ আবহমান বাংলার গ্রামীণ ও লোকসংস্কৃতি চর্চাকে উৎসাহিত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও নিরাপত্তা নিশ্চিত করা। দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত ও পর্যাপ্ত আর্থিক প্রণোদনা দেওয়া।

জনকল্যাণ ও সৃজনশীল মানস গঠনে সহায়ক সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে উল্লেখ করে তিনি বলেন, দেশ ও জনগণের প্রগতিশীলতা, মননশীলতা পরিপন্থী এবং সুস্থ-সংস্কৃতির স্বাভাবিক প্রবাহ ক্ষুন্নকারী পশ্চিমা ও ভারতীয় আধিপত্যবাদী, প্রতিক্রিয়াশীল, ভোগবাদী, যৌন-সুড়সুড়ি মার্কা সংস্কৃতির প্রচার বন্ধ করে জনকল্যাণ ও সৃজনশীল মানস গঠনে সহায়ক, সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

সংস্কৃতি ক্ষেত্রে জাতীয় বাজেটের এক শতাংশ বরাদ্দের দাবি করে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিবেদিত প্রকৃত শিল্পী, সংগঠক ও সংগঠনকে আর্থিক ও অন্যান্য সহায়তা দিতে হবে। শিক্ষা কারিকুলামে সংস্কৃতিসংক্রান্ত বিষয়সমূহ (পারফর্মিং আর্ট) অন্তর্ভূক্ত করতে হবে এবং জনবল কাঠামোতে পর্যাপ্ত যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে। দেশের প্রখ্যাত ও প্রকৃত গুণী শিল্পী-সাহিত্যিকদের জীবনী, পরিচিতি, কর্মকাণ্ড, অবদান পাঠ্যপুস্তকে যথাযথভাবে তুলে ধরা।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এ ছাড়াও উদীচীর সহসভাপতি জামসেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রগতি লেখক সংঘের দীনবন্ধু দাস, সমাজ চিন্তা ফোরামের কামাল হোসেন বাদল, সমাজ অনুশীলন কেন্দ্রের রঘু অভিজিৎ রায়, বিবর্তনের আমিরুন নুজহাত মনীষা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সুষ্মিতা রায় সুপ্তি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের ডা. হারুন উর রশীদ, গণসংস্কৃতি কেন্দ্রের সভাপতি জাকির হোসেন, সংহতি সংস্কৃতি কেন্দ্রের ইফতেখার আহমেদ বাবু, বাংলাদেশ থিয়েটারের খন্দকার শাহ আলম, তীরন্দাজ নাট্যদলের দীপক সুমন, ঢাকা ড্রামার আবু হারুণ টিটো, সমাজ অনুশীলন কেন্দ্রের বিমল কান্তি দাস, স্বদেশচিন্তা সংঘের কবি হাসান ফকরি, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কবি কামরুজ্জামান ভুঁইয়া, সমাজচিন্তা ফোরামের রঞ্জন দাস শিবু প্রমুখ।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য-এর সংগঠনসমূহের মধ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গণ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সঙ্ঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাংলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল, সমাজ চিন্তা ফোরাম ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানাল ভারতের ক্রীড়া মন্ত্রণালয়

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১০

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১১

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১২

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৩

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৪

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৫

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৬

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৭

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৮

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৯

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

২০
X