কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিসি পরিবর্তনের কারণ জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পুরোনো ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পুরোনো ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে একযোগে প্রায় অর্ধেক জেলায় ডিসি পরিবর্তনের কারণ দেখিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সামনে আরও ‘কঠিন’ পরিস্থিতি সামাল দিতে পারবে না, এমন কর্মকর্তাদের মাঠ প্রশাসন থেকে তুলে আনা হয়েছে।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে সাংবাদিকদের প্রশ্নে ডিসি রদবদলের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে এই ব্যাখ্যা দেন তিনি।

দুএকজন জেলা প্রশাসকের কাজ সরকারকে বিব্রত করেছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী, তবে সেই কারণে কাকে কাকে তুলে আনা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সম্প্রতি তিন দফায় ২৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন বলে ভোটের সময় মাঠপর্যায়ে তাদের থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন গুছিয়ে নিচ্ছে বলে বিরোধী দল অভিযোগ করে আসছে।

তার জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলে আসছিলেন, এটা রুটিন ওয়ার্ক। তবে রোববারের সংলাপে রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কারণ বেরিয়ে এলো।

যাচাইবাছাই করেই ডিসি নিয়োগ দেওয়া হয় জানিয়ে ফরহাদ বলেন, ‘বিভিন্ন কারণে দুএকজন ফেইল করে, এদের সংখ্যা কিন্তু কম। তারা ওখানে (ডিসি) গিয়ে অ্যাডজাস্ট করতে পারছেন না। অনেকগুলো ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেক সময় বিব্রতও করে।’

‘সেসমস্ত ক্ষেত্রে আমরা তুলে নিয়েছি, যাতে করে আরও ক্রিটিক্যাল সিচুয়েশনের তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং আরও বাড়তে পারে।’

এর সঙ্গে নির্বাচনের যোগসূত্র থাকার কথাও প্রতিমন্ত্রীর কথায় প্রকাশ পায়। তিনি বলেন, ‘আমরা চেয়েছি যাতে করে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে যাতে করে আমাদের কর্মকর্তারা চমৎকারভাবে কাজ করতে পারে এবং একই সঙ্গে কিন্তু আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে চালিয়ে নিতে পারে।’

ডিসি নিয়োগে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে এক প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু কর্মকর্তাকে ডিসি হিসেবে পদায়নের পর তুলে নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন দেখে, তারা বিষয়গুলো যাচাইবাছাই করে। একটি মানুষকে যখন ডেস্কে কাজ করতে দেখেন, তার এক ধরনের পারফরমেন্স থাকে। মাঠের কাজের ধরন কিন্তু ভিন্ন রকম।’

তিনি আরও বলেন, যাদের তুলে নেওয়া হয়েছে তাদের ২০ জন ছিল ২২ ব্যাচের। আশা করছি, ‘এ মাসের মধ্যেই তারা যুগ্মসচিব হয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে স্থানীয়ভাবে কিছু অভিযোগ ছিল, জনমনে বেশ কিছু অস্বস্তি আছে, সেজন্য আমরা তুলে নিয়েছি। দুএকজনকে তুলেছি, মনে হয়েছে তারা ডেস্কে যেভাবে কাজ করেছে, ওখানে গিয়ে সেভাবে পারছে না।’

ডিসি রদবদলের ক্ষেত্রে ‘নিয়মের বাইরে, আইনের বাইরে, বিধিবিধানের বাইরে’ কিছু করা হয়নি বলে দাবি করেন তিনি।’

ফরহাদ বলেন, ‘এখন আমরা রাইট ম্যানকে রাইট প্লেসে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে স্মুথলি সরকারের ভাবমূর্তি, প্রশাসন আমরা বজায় রাখতে পারি, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

‘প্রশাসনের ভাবমূর্তি প্রতিনিয়তই উন্নত হচ্ছে, ভালো হচ্ছে, এই ভাবমূর্তি উন্নয়ন হওয়ার গতিধারা সেটা যেন ঠিক থাকে সেজন্য আমরা এই কাজগুলো করে থাকি।’

এই নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই দাবি করে ফরহাদ বলেন, ‘যারা ডিসি হচ্ছেন তাদের নিয়োগ হয়ত অন্য সরকারের সময় হয়েছে। যোগ্যতা অনুযায়ী তাদের কতটুকু প্রশিক্ষিত করেছি, সেটা অনুযায়ী তাদের পদায়ন করে থাকি। সেজন্য একথা বলার কোনো স্কোপ নেই, কারণ রাতারাতি কেউ ডিসি হয় না। আমি চাইলেই পলিটিক্যাল কাউকে ডিসি করতে পারব না।’

আরও পড়ুন : চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডিসি নিয়োগের তালিকায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএসদের থাকা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস নিয়োগ দেওয়া হয়েছিল। বেছে বেছে সেরা অফিসারদের সেখানে দেওয়া হয়েছিল। ভালো কর্মকর্তাদের ডিসি করা হচ্ছে। এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি।’

‘সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর’

সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর দাবি করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সে বিষয়ে সবাইকে নির্দেশনা দিয়েছেন তারা।

তিনি বলেন, ‘সরকারের পলিসি রয়েছে, আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে চাই। সেটার জন্য আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সেটি ব্যক্ত করেছেন। আমরা কিন্তু সেদিকে যাচ্ছি।’

‘সেটির জন্য কিন্তু সকলকে নির্দেশনা দেওয়া আছে যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো অতিকথন বলা যাবে না, যেটি কিনা প্রশাসনে ঝামেলার সৃষ্টি হতে পারে। সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে, সুন্দরভাবে আপনারা কাজ করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

১০

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

১১

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

১২

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৩

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

১৪

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১৬

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১৭

৬ দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

১৮

ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা

১৯

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

২০
X