কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা-হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি জরিনা গ্রেপ্তার

শীর্ষ মাদক কারবারি মোছা. জরিনা বেগম
শীর্ষ মাদক কারবারি মোছা. জরিনা বেগম

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মোছা. জরিনা বেগম (৫৬) এবং তার স্বামী মো. দেলোয়ার হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)। এ সময় জরিনা বেগমের কাছ থেকে ২ গ্রাম হেরোইন এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামপুর-কদমতলীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি জরিনা দীর্ঘদিন ধরে শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় একটি গ্যাং তৈরি করে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। জরিনা বেগম ও তার পরিবার এবং সহযোগীরা মিলে বড়ইতলা এলাকায় মাদকের আস্তানা গড়ে তোলে।

জরিনা বেগম এবং তার দুই ছেলে রাব্বি (২৫), মো. রোহানের (২২) বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে জরিনা বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। আসামি জরিনার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। ঢাকায় শ্যামপুর বড়ইতলা এলাকায় তিনি বসবাস করতেন।

সুব্রত সরকার শুভ বলেন, এর আগে গত ৫ জুন ঢাকা মেট্রো. (দক্ষিণ) কার্যালয়ের ডেমরা সার্কেল জরিনা বেগমকে ৩০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় জরিনা বেগমের দুই ছেলে কদমতলী এলাকার মাদক ব্যবসায়ী রাব্বি ও রোহান, মেয়ে মোসা. তানিয়া (২৪) এবং কদমতলী এলাকার মাদক ব্যবসায়ী মো. চাঁন বাদশা (২৩), অন্তর (২৬) ও মো. রিয়াজসহ (১৯) অজ্ঞাতনামা ৭০-৭৫ জন মহিলা ও পুরষ ইট-পাথর ও লাঠিসোঁটা নিয়ে আভিযানিক দলের সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে সিপাই হাফিজুর রহমানকে মারাত্মক জখম করে এবং জরিনাকে ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে গত ১০ জুলাই জরিনা বেগমের মাদক আস্তানা উচ্ছেদে সাঁড়াশি অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫০ হাজার টাকাসহ জরিনা বেগমের ৪ সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা গেলেও জরিনা বেগম ও তার মেয়ে তানিয়া পালিয়ে যায়। দীর্ঘদিন আসামি জরিনা বেগম ও তার পরিবার এবং সহযোগীরা গা ঢাকা দিয়ে থাকলেও আসামিদের গতিবিধি অনুসরণ করে বৃহস্পতিবার অভিযান চালানো হয়। জরিনা বেগমের দুই ছেলে ও অন্যান্য সহযোগীরা বর্তমানে পলাতক আছে। তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময়

পার্টটাইম চাকরি দেবে এসএমসি

মানবতাবিরোধী অপরাধ / জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফেরি চলাচল স্বাভাবিক

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

টাঙ্গাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৯ প্রার্থী

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ১৫ নেতাকর্মী

গাজা ইস্যুতে ফ্রান্সকে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১০

বিএসআরএম কারখানায় বিস্ফোরণ

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

২১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

নিহত র‍্যাব সদস্য মোতালেবের দাফন সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

১৫

বিএনপিতে যোগ দিলেন উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতিসহ ১২ নেতাকর্মী

১৬

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় জেডআরএফের শীতবস্ত্র বিতরণ

১৭

ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

১৮

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

১৯

চ্যাম্পিয়নস লিগেই ঘা শুকলো রিয়ালের

২০
X