কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের জিএমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ 

আশওয়ানী নায়ের। ছবি : সংগৃহীত
আশওয়ানী নায়ের। ছবি : সংগৃহীত

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের (পুরাতন শেরাটন ও রূপসী বাংলা হোটেল) মহাব্যবস্থাপক (জিএম), বিদেশি নাগরিক আশওয়ানী নায়েরের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতাসহ বিস্তর অভিযোগ তুলেছেন হোটেলটির কর্মীরা। তুচ্ছ কারণে এক কর্মচারীর চাকরিচ্যুতির ঘটনায় শ্রম আদালতে তার নামে মামলাও চলছে।

এ ছাড়া হোটেলের ম্যানেজিং ডিরেক্টর আতিকুর রহমান, আইটি ডিরেক্টর সুবীর বৈষ্ণব এবং হিউম্যান রিসোর্স ডিরেক্টর নাজমুল হুদা তুহিনের বিরুদ্ধেও বেশকিছু অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, এই কয়জন ব্যক্তির কারণে ইন্টারকন্টিনেন্টাল হোটেল ক্ষতির মুখে পড়েছে। সে কারণে তারা এদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন। তারা হোটেলের সামনে বিক্ষোভও করেছেন।

হোটেল সূত্র জানিয়েছে, এক বিশেষ অতিথির জন্য বিএমডব্লিউ গাড়ি ভাড়া করার প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে হোটেলের কর্মকর্তা মনিরুজ্জামান হাওলাদারকে গত বছরের ফেব্রুয়ারিতে চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় শ্রম আদালতে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে মামলা করে। জিএম আশওয়ানী নায়ের ওই মামলায় প্রধান আসামি। তার সঙ্গে আরও চারজনকে বিবাদী করা হয়েছে।তারা হলেন- হোটেলের পরিচালক (অর্থ ও বাণিজ্য) কামাল মোর্শেদ, পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ) নাজমুল হুদা, পরিচালক (বিক্রয় ও বিপণন) রেজোয়ান মারুফ ও ফ্রন্ট অফিস ব্যবস্থাপক আলফ্রেড মানিক গেইন।

নায়েরের বিরুদ্ধে অভিযোগ, ২২৬টি কক্ষবিশিষ্ট ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাহী পর্যায়ের একশ কর্মকর্তা ও চারশ কর্মচারী থাকলেও নায়ের হাতেগোনা কয়েকজন ব্যতীত বাকি সবার সঙ্গে দুর্ব্যবহার করেন।

সূত্র আরও জানিয়েছে, ২০১৯ সালের ২ মে আট বছর থেকে ১২ বছর পর্যন্ত চুক্তিভিত্তিক কাজ করা কর্মীদের চাকরি স্থায়ী করা হয়। কিন্তু অনেক কর্মচারী জানিয়েছেন, তাদের মোবাইল ফোন রেখে ডিউটি শুরু করতে হয়। আট ঘণ্টা ডিউটি শেষে তারা ফোন হাতে পান। এর মধ্যে কোনো অনিয়ম, স্বেচ্ছাচারিতা বা দুর্নীতি নিয়ে কথা বললেই নিস্তার নেই। হঠাৎ একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে পদত্যাগ করতে বাধ্য করা হয়। ভিন্নমতের ট্যাগ লাগিয়েও কর্মীদের অনেককে চাপে রাখেন নায়ের। তিনি পরিবার নিয়ে রাজধানীর গুলশানে ২ লাখ টাকা মাসিক ভাড়ার বাসায় থাকেন। অথচ মিরপুর-১৩ নম্বরে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের ব্যবস্থা রয়েছে।

জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত কোম্পানি বিএসএলের আওতায় চলে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। বিএসএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি সহ এ মন্ত্রণালয় ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সখ্য রাখতে বিশেষ ডিসকাউন্ট (ছাড়) ও উপঢৌকন দিয়ে থাকেন জিএম আশওয়ানী নায়ের। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক, পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ বহু কর্মকর্তাকে তিনি নিয়মিত ডিসকাউন্ট দিতেন।

এ ছাড়া নিজেকে আগের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভীর কাছের লোক বলে প্রচার করে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।

সূত্র বলছে, হোটেলের এমডি নারী শ্রমিকের প্রতি অসৎ আচরণের দায়ে অভিযুক্ত। আইটি ডাইরেক্টর সুবীর বৈষ্ণব অন্যায়ভাবে তার অধীনস্থ কর্মচারীদের স্থায়ী না করে দিনের পর দিন চুক্তিভিত্তিক রেখে কাজ করে নিয়েছেন। আইটি বিভাগ অনেক বেশি সিকিউরড হলেও কর্মচারীদের ইমেইল হ্যাকিংয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হিউম্যান রিসোর্স ডিরেক্টর নাজমুল হুদা তুহিনের বিরুদ্ধে বেআইনিভাবে পে-রোল বৃদ্ধির অভিযোগ রয়েছে।

শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জানান, আশওয়ানী নায়ের আগে হোটেল লা মেরিডিয়েন থেকে বরখাস্ত হয়েছিলেন। তার সঙ্গে আরও যারা বরখাস্ত হয়েছিলেন তাদের ইন্টারকন্টিনেন্টালে আনার জন্য এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসা অভিজ্ঞ কর্মীদের বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত করেছেন। নায়েরের অনিয়ম নিয়ে কথা বলায় তাকেও অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে কল দিলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের জিএম আশওয়ানী নায়ের সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন। এরপর হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তিনি সেটি দেখেও কোনো জবাব দেননি। পরবর্তীতে ফের কল করা হলেও রিসিভ করেননি।

আইটি ডিরেক্টর সুবীর বৈষ্ণব কালবেলাকে বলেন, যে অভিযোগটি আনা হয়েছে সেটি সত্য নয়। কোনো ইমেইল আইডি হ্যাক করা হয়নি।

বিএসএল এমডি (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, চাকরিচ্যুত কর্মচারীরা যেসব অপপ্রচার চালাচ্ছে, তা অসত্য ও উদ্দেশ্যমূলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

০১ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

১০

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

১১

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

১২

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

১৩

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১৪

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৫

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১৬

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৭

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৮

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৯

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

২০
X