কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এক হাজার এতিমকে খাওয়ানোর শর্তে স্টার কাবাবকে ক্ষমা করলেন সাংবাদিক

স্টার কাবাব ও সাংবাদিক অলক। পুরোনো ছবি
স্টার কাবাব ও সাংবাদিক অলক। পুরোনো ছবি

স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা গন্ধযুক্ত টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর করা হয়। ঘটনাটি ঘিরে একটি মামলাও হয়েছে বনানী থানায়। মামলা করলেও সেদিকে না এগিয়ে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক।

তবে সেখানে জুড়ে দিয়েছেন একটি শর্ত। সাংবাদিক অলক জানান, যদি স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এক হাজার এতিমকে খাওয়ায় তাহলে তিনি ক্ষমা করে দেবেন। শর্তটি মেনেও নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

রোববার (৮ অক্টোবর) স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের বনানী শাখার সিইও এসএম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

বনানী থানায় করা মামলার প্রেক্ষিতে একটি প্রতিশ্রুতিনামা দিয়েছেন মনিরুজ্জামান। সেখানে তিনি এসব বিষয় উল্লেখ করেন।

তিনি বলেন, প্রতিশ্রুতি প্রদান করিতেছি যে, গত রোববার (৬ অক্টোবর) বিকেল ৩টায় আমাদের বনানী স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলকের অভিযোগ আমরা যথাযথভাবে সমাধান না করে তার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও স্টার কাবাব পরিবার নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি উক্ত অনাকাঙিক্ষত ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সার্ভিস ও খাবারের মান আরও উন্নত করব।

তিনি আরও বলেন, সালেহ মোহাম্মদ রশীদ অলককে আমরা প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিতে চাইলেও তিনি তা নিতে অপরাগতা প্রকাশ করেন এবং ক্ষমার শর্ত স্বরূপ ১০০০ এতিমকে একবেলা বিনামূল্যে খাবার দিতে বলেন। আমরা তার শর্ত মেনে ১০০০ এতিম শিশুকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে এতিমখানায় একবেলা উন্নতমানের খাবর পরিবেশনের প্রতিশ্রুতি দিচ্ছি।

সব ভুলবোঝাবুঝি ভুলে মানুষকে উন্নতমানের খাবার ও সার্ভিস আমরা আগামী দিনে দিয়ে যেতে চাই। আমাদের গ্রাহক, সাংবাদিক সমাজ ও সব শুভানুধ্যায়ীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।

এর আগে রোববার (৬ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির বনানী শাখায় সাংবাদিক অলককে মারধর করা হয়।

ওই সময় সাংবাদিক অলক জানান, পচা মাংসের কাবাব দেওয়ায় প্রতিবাদ করলে প্রথমে তারা বিষয়টি অস্বীকার করে। পরে তাদের সব স্টাফ মিলে আমাকে মারতে মারতে রক্তাক্ত করে। আমি এর বিচার চাই।

ঘটনা সংশ্লিষ্ট একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে অলককে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবারে গন্ধের অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার বলেন, জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়। এ কথা শুনে অলক প্রতিবাদ করলে সেখানে থাকা আরও তিন গ্রাহকও একই অভিযোগ করেন।

এতে ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা গ্রাহক অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান এবং নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন। স্টার কাবাবের মারধরের এ ঘটনায় প্রতিষ্ঠানটির ১৪ থেকে ১৫ জন অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেমে গেল রোনালদোর টানা ১৪ বছরের ‘হ্যাটট্রিক’ সাম্রাজ্য

রেকর্ড, অবিশ্বাস আর বিস্ময়ের বছর—২০২৫ ক্রিকেটে পরিসংখ্যানের ঝড়

সবার সহযোগিতায় বাঁচাতে চান মুয়াজ্জিন মাহাবুব

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন

কান্নায় ভেঙে পড়লেন মার্কিন অভিনেত্রী

ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব

কবরে খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল গেড়ে দেওয়া কি শরিয়তসম্মত?

তুরস্কজুড়ে ব্যাপক অভিযানে গ্রেপ্তার ১২৫

১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

১০

ভারতে বিপুল বিস্ফোরকবোঝাই গাড়ি জব্দ

১১

ডিএনসির বিশেষ অভিযানে অবৈধ মদসহ গ্রেপ্তার ১

১২

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অঘোষিত বৈঠক

১৩

দিপু দাসের মরদেহ গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

১৪

দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি 

১৫

দিনে-দুপুরে বাড়ির ভেতর ঢুকে পড়ল বাঘ

১৬

নতুন বছর সবার আগে বরণ করল যেসব দেশ

১৭

আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি সৌদির

১৮

বছরের শুরুতে চাঁদপুরে বই পাচ্ছে না ৪৫ শতাংশ শিক্ষার্থী

১৯

চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

২০
X