বাংলাদেশে রাউটার উৎপাদন কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান কেএফএল গ্রুপ। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল এ আগ্রহ প্রকাশ করে।
রোববার (৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে উভয়পক্ষের মধ্যকার এই সাক্ষাৎপর্ব আয়োজিত হয়। সাক্ষাতে কেএফএল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ঝা হেলিন। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন হংকং কেএফএল-এর মহাব্যবস্থাপক লি হুই, স্থানীয় অংশীদার প্রতিনিধি নেক্সট জে লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম।
এ সময় হেলিনকে বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
সাক্ষাৎকালে মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তিবান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি দেশ।ডিজিটাল নিরাপত্তার জন্য ইন্টারনেট প্রটোকল ভার্সন (আইপিভি) ৪-এর পরিবর্তে আইপিভি-৬ প্রচলন করা অপরিহার্য। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর। বিটিআরসিসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারে কাজ করছে।
জব্বার আরও বলেন, বাংলাদেশ সর্বাধুনিক সংস্করণের তথ্যপ্রযুক্তি গ্রহণে পিছিয়ে থাকবে না। বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। নতুন আইপিভি অ্যাড্রেসিং পদ্ধতিতে যেতে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি স্ট্যাডি গ্রুপ গঠন করেছে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী গুণগত মান এবং ব্যয় সাশ্রয়ী রাউটার তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন : উন্নয়নশীল দেশ চাইলে আ.লীগকে ভোট দিতে হবে : শেখ হাসিনা
মন্তব্য করুন