প্রায় দুইমাস পর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২১বিমানযোগে থাইল্যান্ড থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিরোধীদলীয় নেতার পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন