কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০১:৫৫ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

এবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও সরানো হলো শেখ মুজিবের ছবি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা

সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, কবি নজরুল ইনস্টিটিউটের প্রধান হিসেবে গতকাল (১১ নভেম্বর) আমি আমার দপ্তরের পক্ষ থেকে ফারুকীকে অভিনন্দন জানিয়েছি। গতকালের ছবিতে যারা আমাদের মাথার ওপর শেখ মুজিবের ছবি দেখেছেন, তাদের জানার জন্য বলছি যে– ফারুকী আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন। সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকীই প্রথম করলেন।

কালবেলার পাঠকদের জন্য মো. লতিফুল ইসলাম শিবলীর স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

কবি নজরুল ইনস্টিটিউট হলো সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, সেই অর্থে আমার দপ্তরের মন্ত্রী বা উপদেষ্টা হলেন Mostofa Sarwar Farooki । দপ্তর প্রধান হিসেবে গতকাল আমি আমার দপ্তরের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছি। এটাকে ফারুকী হেটারসরা দোষ হিসেবে দেখছে। অসুবিধা নেই।

আমার সঙ্গে ফারুকির সম্পর্ক ভাই ও বন্ধুর মতো। এই সম্পর্ক প্রায় ২৫ বছরের পুরাতন। ফারুকীর স্ত্রী তিশা ও তার ভাই ইথেন আমার ছোট ভাই-বোনের মতো। তাদের বাবা মা আমাকে সন্তানতুল্য আদর করতেন। সেই ফারুকী এখন কর্মসূত্রে আমার দপ্তরের মন্ত্রী। এই দুই সম্পর্কের কারণে আমার কাজের ক্ষেত্রটা অনেক সহজ হবে, এটাই স্বাভাবিক। আমার কাছে নজরুল ইনস্টিটিউট কোনো চাকরির জায়গা না। নজরুল আমার সাংস্কৃতিক বিপ্লবের হাতিয়ার। যে হাতিয়ার দিয়ে আমি ফ্যাসিবাদের ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। এই লড়াইয়ে আমার মতো ফারুকীও প্রতিজ্ঞাবদ্ধ।

ফারুকী দোষেগুণে মেশানো একজন মানুষ। এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে। অতীতে তার ফ্যাসিবাদের সঙ্গে ঘেঁষাঘেঁষির যেমন প্রমাণ আছে, তেমনি তাদের বিরোধিতা করারও প্রমাণ আছে। আমি খুব ভালো করেই জানি আওয়ামী ফ্যাসিসদের দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে।

জুলাইয়ের তীব্র দিনগুলোতে আমরা যখন অসহায়ের মতো দেশের সেলেব্রিটি বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়ে ছিলাম, তখন দু-একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পাইনি। সেই জুলাইয়ে দু-একজনের মধ্যে ফারুকী ছিলেন একজন। ফারুকীর সেই সময়ের স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জুগিয়েছে।

অনেকের মতো সে চুপ থাকেনি। নিশ্চিত নিরাপত্তার জীবন ফেলে ফারুকী রিস্ক নিয়েছিল। জুলাই আন্দোলন ফেইল করলে আমাদের অনেকের মতো ফারুকীর পরিণতিও ভয়াবহ হতো। আমি ফারুকীর জুলাইয়ের ভূমিকার জন্য তার অতীত ভুলতে রাজি আছি। নিশ্চয়ই মহান আল্লাহ ক্ষমাশীল।

আর এখন থেকে ভবিষ্যতের ফারুকী তো আমাদের নাগালের মধ্যেই থাকবে। আমি ইনসাফ থেকে কখনই নড়ব না ইনশাআল্লাহ। ফারুকী যতক্ষণ ইনসাফের ওপর থাকবে ততক্ষণই সে আমার নেতা। ইনসাফ থেকে সরে দাঁড়ালে সবার আগে আমিই তার বিরুদ্ধে দাঁড়াব। ইনসাফের প্রশ্নে আমি কারও পরোয়া করি না। মনে রাখবেন আমি এই কথা যার জন্য বলছি পদাধিকার বলে তিনি এখন আমার বস এবং তিনি আমার বন্ধু তালিকায় আছেন।

গতকালের ছবিতে যারা আমাদের মাথার ওপর শেখ মুজিবের ছবি দেখেছেন, তাদের জানার জন্য বলছি যে – ফারুকী আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন। সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকীই প্রথম করলেন।

দায়িত্বপ্রাপ্ত ফারুকীর মধ্যে আমি সেই স্পিরিট দেখেছি – সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাআল্লাহ। আমরা একটু অপেক্ষা করি আর তার কর্মের দিকে তাকিয়ে থাকি। আমি সর্বদা আপনাদের ভালো পরামর্শ তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আছি। আমাকে ভুল বোঝার দরকার নাই।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেদিন রাতেই তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের শেষ করলেন সুরজ-জাহ্নবী দম্পতি

মনোনয়ন না পেয়েও প্রার্থী হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ

সদরঘাট-দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না : হেফাজতে ইসলাম

অ্যাশেজের দুই দিনের পিচকে যে রেটিং দিল আইসিসি

আসন পরিবর্তন করে নির্বাচন করার কারণ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মরে না গেলে লড়ে যাব : রুমিন ফারহানা

খেজুর খাওয়ার সেরা সময় কখন, খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে?

১০

কোলেস্টেরল কমবে মাত্র ৩০ দিনে, জেনে নিন সহজ উপায়

১১

ব্যাটে-বলে ব্যর্থ চট্টগ্রাম, সহজ জয়ে রংপুরের শুভ সূচনা

১২

পুতিনের হাত ধরে মহাকাশে ইরান, উদ্বেগে পশ্চিমা বিশ্ব

১৩

টানা দ্বিতীয় দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

১৪

দলের বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা গ্রহণ করা হবে : জিকে গউছ

১৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক এনসিপি নেতা

১৬

এসিআই ফর্মুলেশনস পিএলসির নগদ ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

১৭

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড

১৮

দেশ গড়তে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান তারেক রহমানের

১৯

একসঙ্গে ১৩ নেতাকে সুখবর দিল বিএনপি

২০
X