রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে ভাঙা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য

রাঙামাটি উপজেলা পরিষদের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে । ছবি : কালবেলা
রাঙামাটি উপজেলা পরিষদের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে । ছবি : কালবেলা

রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে রাঙামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙতে শুরু করে ‘রাঙামাটির ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’।

এদিন বিকেল ৩টায় ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সার্ভার স্টেশনের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে অবস্থান নেয় একদল বিক্ষুব্ধ জনতা। পরে বিকেল ৫টা থেকে ভাস্কর্য ভাঙা শুরু হয়। প্রথম দিকে লোহার বড় হাতুড়ি দিয়ে ভাঙলেও পরে যোগ করা হয়েছে ড্রিল মেশিন।

এর আগে, গত বুধবার (১৪ মে) দুপুরে রাঙামাটি জেলা শহরে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান করে ভাস্কর্য ভাঙার আলটিমেটাম দেয় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা, রাঙামাটি পার্বত্য জেলা’। বিক্ষোভ কর্মসূচি থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভাস্কর্য ভাঙতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের আলটিমেটাম দেয়া হয়। ৪৮ ঘণ্টা পর ভাস্কর্য ভাঙার কর্মসূচি ঘোষণা করে। মূলত ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে ভাঙা শুরু করে।

‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা, রাঙামাটির’ সংগঠক মো. ওয়াহিদুজ্জামান রোমান জানান, আমরা আশা করছি আজকে (শুক্রবার) রাতের মধ্যে ভাঙার কাজ শেষ হয়ে যাবে।

এদিকে ভাস্কর্যটি দেখভালের দায়িত্ব রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জানতে চাইলে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জানান, ভাস্কর্যটি ভাঙার খবর পেয়েছি। তবে কারা ভাঙছে সেটি জানি না।

এ ব্যাপারে জানতে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে আছি। এই বিষয়ে কিছু জানি না।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগের সরকার গঠনের পর ২০১২ সালে রাঙামাটি জেলা শহরের ভেদভেদী সার্ভার এলাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। ২০১২ সাল থেকে প্রায় ২০২০ সাল পর্যন্ত ধাপে ধাপে ভাস্কর্যটির নির্মাণ করা হলেও এখনো কিছু কাজ অসম্পন্ন রয়ে গেছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ের এই ভাস্কর্য নির্মাণে নকশাগত ত্রুটি ও অনিয়মের অভিযোগও উঠে।

ভাস্কর্য নির্মাণকাজে ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর স্বামী আনোয়ার হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের

এবার গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছেন হলিউড তারকারা!

আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান

ইন্টারনেটের দাম নিয়ে আসছে সুখবর

যুদ্ধ জিতেছি, চাই শান্তি- ভারতের প্রতি শেহবাজের আহ্বান

বাংলাদেশে ফিলিস্তিন নীতি নিয়ে আলাপ / বাংলাদেশকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জোরালো করার পরামর্শ

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

বাংলাদেশ-ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

১০

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

১১

রিমান্ড শেষে এমপি মমতাজ কারাগারে 

১২

ডাক অধিদপ্তরের দায়িত্বে নগদ, দৈনিক লেনদেন বৃদ্ধি ১০০ কোটি টাকা

১৩

‘ভিশন’ নিয়ে এলো নতুন মডেলের ফ্রিজার 

১৪

সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার

১৫

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠিত

১৬

কুমিল্লায় চালু হলো দেশের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন ‘এখন চার্জ’

১৭

ছাত্রদল নেতা সাম্য হত্যায় ৩ আসামি রিমান্ডে

১৮

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

১৯

বিলে পড়ে ছিল ২ যুবকের মরদেহ

২০
X