কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৮:৩৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের নতুন কর্মসূচি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ডেঙ্গু প্রতিরোধে নতুন কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি করপোরেশন এলাকায় পোস্টার বা লিফলেট বিতরণ করতে দেশের সব সিটি করপোরেশনকে চিঠি পাঠিয়েছে এ বিভাগটি।

সম্প্রতি দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সব সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর সভাপতিত্বে ১৯ জুলাই তৃতীয় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি পোস্টার প্রস্তুত করা হয়েছে।

এ অবস্থায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিত পোস্টারটি নিজ উদ্যোগে প্রিন্ট করে সিটি করপোরেশন এলাকায় বিতরণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে বয়স্কদের মৃত্যু হার বেশি : স্বাস্থ্য অধিদপ্তর

এদিকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৫২ জন মারা গেলেন।

বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ৯২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৭৫২ জন।

এর আগে, গতকাল মঙ্গলবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। ওইদিন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ৭৪২ জন রোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭৫ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮১৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩৬ হাজার ২৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন!

হাজারো বন্দিকে মুক্তি দিলেও এক ফিলিস্তিনিকে ছাড়তে নারাজ ইসরায়েল

যোগ করা সময়ে গোল খেয়ে লিড হারাল বাংলাদেশ

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করল জবি প্রশাসন 

অর্থবছর শেষে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

মধুমতীতে বিলীন ১৪ ব্যারাক, আরও ৩টি অতিঝুঁকিতে

ভাঙার দুই দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, তলিয়েছে ঘরবাড়ি

শহীদ মীর মুগ্ধের জন্মদিনে ভাই স্নিগ্ধের আবেগঘন পোস্ট

ঢাকায় ১০ লাখ শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা, নিতে পারবে নিবন্ধন ছাড়াও

১০

২৮ বছরের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখলেন ভারতীয় ওপেনার

১১

হামাস-ইসরায়েলের সংলাপকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

১২

‘আইয়া দেখি মা-বাবাকে মাইরা খাটের ওপর বইসা রইছে’

১৩

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক কারাগারে

১৪

হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শক

১৫

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকালে ৭৫ হাজার কেজি সুতা জব্দ

১৬

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগ-বাটোয়ারা, ২০ ঘণ্টা পর দাফন

১৭

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ড

১৮

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশে নতুন করে দমন-পীড়ন : এইচআরডব্লিউ

১৯

রাকসু নির্বাচন / ১৬ দফার ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

২০
X