কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

আব্দুল্লাহ ইউসুফ শামীমের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান। ‍ছবি : সংগৃহীত
আব্দুল্লাহ ইউসুফ শামীমের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান। ‍ছবি : সংগৃহীত

প্রশাসন সব জায়গায় পতিত সরকারের দোসররা রয়ে গেছে। তাদের বের না করলে ২৪ চেতনায় সফল হবে না। তাই স্বৈরাচারী হাসিনার আওয়ামীলীগকে চিরতরে ভুলিয়ে যায বাংলার জমিনে সবাইকে এক্যবদ্ধ হতে হবে বলেছেন অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাংবাদিক আব্দুল্লাহ ইউসুফ শামীম।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার রূপায়ণ সিটিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাস থেকে যারা অক্লান্ত পরিশ্রম, মেধা এবং মিডিয়া জগৎকে সার্বিকভাবে সরব রেখেছেন তাদের মধ্যে অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক,বাংলার কণ্ঠস্বর, আব্দুল্লাহ ইউসুফ শামীম অন্যতম। সময় এসেছে তাদের সংবর্ধনা দিতে হবে। শ্রদ্ধা জানাতে হবে। ছাত্রজনতার পরেই বিদেশি সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছিলেন।

বলয় মাল্টিমিডিয়া গ্রুপের পক্ষ থেকে সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীমের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারপারসন শামীম সাঈদী, বিশেষ অতিথি হিসেবে- কি নোট স্পিকার জাতীয়তাবাদী মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ডক্টর ফয়জুল হক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ডক্টর কামরুজ্জামান কায়সার এবং চট্রগ্রাম বিশ্ববিদ্দালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম। কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার অপরেশন সেলস এবং মার্কেটিং ডিরেক্টর রিমন তালুকদার, জেনারেল ম্যানেজার মো. রিয়াজ শাহী, দৈনিক খবরের কাগজের ফিচার সম্পাদক খালেদ আহমেদ, দৈনিক পত্রিকা নয়াদিগন্তের প্রধান বিনোদন সম্পাদক আলমগীর কবির, প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আল মামুন, বাবুল আহমেদ, সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর, যুক্তরাজ্য থেকে প্রকাশিত সংবাদপত্র সুরমার সম্পাদক শামসুল আলম। বলয় মাল্টিমিডিয়ার কর্ণধর এহসানুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৃহত্তর কুষ্টিয়া জেলা ও প্রেসিডিয়াম সদস্য সুপ্রীম কাউন্সিলের সভাপতি ও মরহুম মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা ডিউক, ডিবিসি নিউজের সাংবাদিক ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন মাওলানা মো. ইমাম হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে বাংলার কণ্ঠস্বর নামে ক্ষাত সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীমকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সাংবাদিক, কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রসঙ্গত, আব্দুল্লাহ ইউসুফ শামীম ১৯৮৮ সালে ঢাকা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯০ সালে জাপানের টোকিও থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি বাংলা, ইংরেজি, জাপানিস, উর্দু এবং হিন্দিতে সাবলিল ভাষায় কথা বলতে পারেন। তিনি জাপানের বৃহত্তম মানবাধিকার সংস্থা এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটির কাউন্সিলর ছিলেন। এছাড়া জিয়া পরিষদ জাপানের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

প্রায় পাঁচ বছর জাপানে পড়াশোনার পর ইউসুফ শামীম ১৯৯১ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তিনি অস্ট্রেলিয়ার একমাত্র বাংলা সংবাদপত্র ‘সুপ্রভাত সিডনি’র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিউনিটি লিডারশিপ বা বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ সমাজসেবার জন্য সর্বমহলে অতি পরিচিত। তিনি সম্প্রতি বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্মানীত উপদেষ্টা পদে ভূষিত হয়েছেন।

আব্দুল্লাহ ইউসুফ শামীম অস্ট্রেলিয়াভিত্তিক কমিউনিটি ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট এবং এসএসটিভি অস্ট্রেলিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল ইনকর্পোরেটেডের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে দায়িত্ব পালন করেছেন।

আবদুল্লাহ ইউসুফ শামীম অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সিটিজেনস অব অস্ট্রেলিয়া ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য। তিনি বাংলাদেশি রিফিউজি অব অস্ট্রেলিয়া ইনকর্পোরেটেডের বাংলাদেশি শরণার্থীদের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সংগঠনটি অস্ট্রেলিয়ায় শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের বিভিন্ন আইনি সহায়তা দিয়ে থাকেন।

জীবন্ত কিংবদন্তির নায়ক ইউসুফ শামীম , প্রবাসে সাংবাদিকতা ও কমিউনিটিতে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে একাধিক পুরস্কার লাভ করেন। তার মধ্যে অন্যতম হলো গত ১৫ সেপ্টেম্বর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে অস্ট্রেলিয়ার মুসলিম সংবাদপত্র এমাস্ট থেকে বিশেষ সম্মাননা, ২০২০ সালে কোভিড চলাকালে একটি নতুন উদ্ভাবনী আইডিয়ার জন্য অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্ক থেকে সনদপত্র, একই বছর কমিউনিটিতে স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য ক্যান্টারবেরি-ব্যাঙ্কসটাউনের মেয়র খাল আসফোর থেকে কমিউনিটি সাপোর্ট অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট লাভ করেন।

তিনি অস্ট্রেলিয়ান সিটিজেন অফ দা ইয়ার পুরস্কার লাভ করেন। তাছাড়া তিনি ছিলেন অস্ট্রেলিয়ান জাস্টিস অফ পিস। এছাড়া তিনি ২০২২ সালে মাল্টিকালচারাল ঈদ ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ারে সেরা কমিউনিটি মিডিয়া অ্যাওয়ার্ড, কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ ইসলামিক সেন্টারের (বিআইসি) আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড, সামাজিক ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আমরা বাংলাদেশি (এবি) অ্যাওয়ার্ড, কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সেরা কমিউনিটি নিউজপেপার অ্যাওয়ার্ড, ‘ওয়াক ফর রেসপেক্ট’ এর জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্টের এমপি টনি বার্কের অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডসহ আরও অনেক পুরস্কার লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম যার যার নিরাপত্তা সবার : আমীর খসরু

স্বাস্থ্যকর ঘুমের ১২ অভ্যাস

বাংলাদেশকে দুঃসংবাদ দিল ইতালি সরকার

পিআরসহ ৫ দফা মেনে নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

অবতরণের সময় মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত

জানা গেল কবে দেশে ফিরবেন শহিদুল আলম

পচা চাল কিনে বাধ্যতামূলক অবসরে খাদ্য কর্মকর্তা

ভুল সময়ে ওজন মাপলে জানবেন ভুল তথ্য

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি সাইকেলিস্টদের

কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

১০

ভোট নিয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি

১১

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

১২

প্রাথমিকে নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে খতমে নবুওয়তের বিক্ষোভ

১৩

জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট দিতে হবে : গোলাম পরওয়ার

১৪

স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই : ড্যানী

১৫

ভারতের ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৬

অতিরিক্ত মদ্যপানে আরও চারজনের মৃত্যু

১৭

‘গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে’

১৮

অযোধ্যায় ভয়ংকর বিস্ফোরণ, অভিযান চলছে

১৯

শরীর যথেষ্ট ফাইবার পাচ্ছে কিনা বুঝবেন যেভাবে

২০
X