শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদ

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। ছবি : সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য। একই সঙ্গে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফকে পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় পরিষদের সচিব (চলতি দায়িত্ব) মোতাহার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়ের এ ডিসেম্বর মাসে বিগত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার শুরুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৮১তম সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের গঠনতন্ত্রের বিধি অনুযায়ী আলোচনার মাধ্যমে আগামী এক বছরের জন্য কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে সভাপতি এবং শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বিদায়ী সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানসহ দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা অংশগ্রহণ করেন।

এতে আরও বলা হয়, পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নতুন এ বাংলাদেশের উচ্চ শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের বিষয়ে খোলামেলা আলোচনা ও মতামত দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা। এ সময় উপাচার্যরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিরাজমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং সে আলোকে সমস্যাগুলোর সমাধানের জন্য মতামত তুলে ধরেন।

তারা যুগোপযোগী, আধুনিক, মানসম্মত ও ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষাসহ বিভিন্ন বিষয়সমূহ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মতামত দেন। এরই পরিপ্রেক্ষিতে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো দূর করার লক্ষ্যে সুবিধাজনক সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে উপাচার্যরা একমত পোষণ করেন এবং প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মোতাবেক দেশের উচ্চ শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতাসহ সব শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সভায় সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতাসহ সব শহীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা পরিচয়পর্ব সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১০

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১১

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১২

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৩

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৪

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৫

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৬

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৭

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৮

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৯

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

২০
X