কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

কুয়েট ও ববির লোগো। ছবি : সংগৃহীত
কুয়েট ও ববির লোগো। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের নতুন পদ্ধতি হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৮ অধ্যাপক তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। আগামীকাল বুধবার (০২ জুলাই) উপাচার্য নিয়োগে গঠিত সার্চ কমিটি এই সিভিগুলো বাছাই করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় বিভাগের একজন কর্মকর্তা জানান, কুয়েটের ভিসি হওয়ার জন্য সর্বোচ্চ সংখ্যক ৪৮ অধ্যাপক তাদের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে ২০ অধ্যাপক সিভি জমা দিয়েছেন। সার্চ কমিটি কুয়েট এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে ছয়জন করে প্রার্থীর জীবনবৃত্তান্ত বাছাই করতে পারে। এই ছয়জনের তালিকা পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা যাকে যোগ্য মনে করবেন, তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। তবে, যোগ্য প্রার্থীর সংখ্যা কম হলে কম সংখ্যক অধ্যাপকের সিভিও প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হতে পারে।

এর আগে গত ১০ জুন শিক্ষা মন্ত্রণালয় কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ২৬ জুন বিকেল ৫টার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন করতে বলা হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উপাচার্য পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। কুয়েটের জন্য পিএইচডি ডিগ্রিটি প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের হতে হবে, আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণযোগ্য। আবেদনকারীর কমপক্ষে ২০ বছরের শিক্ষকতা অথবা ৫ বছরের গবেষণাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়াও, শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনকারীদের আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাণ্ডিত্যপূর্ণ স্বীকৃতি থাকলে সেটিও বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার 

জবিতে জন্মাষ্টমী উদযাপন

শেখ মুজিবকে নিয়ে স্ট্যাটাস, ঢাবিতে তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

ছাত্রদলের ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, একজনকে অব্যাহতি

স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কী হয়? যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

বিভিন্ন প্রকল্পে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা

প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীত করার দাবি 

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০

বাল্কহেডে ডাকাতি, হাতে ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত

১০

বিশ্লেষণ / কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের?

১১

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস : নাহিদ

১২

ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার

১৩

স্বাধীনতাকে রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব : বিমানবাহিনী প্রধান 

১৪

নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত আ.লীগ ষড়যন্ত্র করছে : গয়েশ্বর

১৫

২১০ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১৬

মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে, বিশ্ব তত নিরাপদ হবে : আনু মুহাম্মদ

১৭

অসুস্থ হাতির চিকিৎসায় গিয়ে আহত দুই চিকিৎসক

১৮

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

১৯

৩৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিবুল আলম, সম্পাদক তারিক লতিফ

২০
X