কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

কুয়েট ও ববির লোগো। ছবি : সংগৃহীত
কুয়েট ও ববির লোগো। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের নতুন পদ্ধতি হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৮ অধ্যাপক তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। আগামীকাল বুধবার (০২ জুলাই) উপাচার্য নিয়োগে গঠিত সার্চ কমিটি এই সিভিগুলো বাছাই করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় বিভাগের একজন কর্মকর্তা জানান, কুয়েটের ভিসি হওয়ার জন্য সর্বোচ্চ সংখ্যক ৪৮ অধ্যাপক তাদের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে ২০ অধ্যাপক সিভি জমা দিয়েছেন। সার্চ কমিটি কুয়েট এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে ছয়জন করে প্রার্থীর জীবনবৃত্তান্ত বাছাই করতে পারে। এই ছয়জনের তালিকা পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা যাকে যোগ্য মনে করবেন, তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। তবে, যোগ্য প্রার্থীর সংখ্যা কম হলে কম সংখ্যক অধ্যাপকের সিভিও প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হতে পারে।

এর আগে গত ১০ জুন শিক্ষা মন্ত্রণালয় কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ২৬ জুন বিকেল ৫টার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন করতে বলা হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উপাচার্য পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। কুয়েটের জন্য পিএইচডি ডিগ্রিটি প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের হতে হবে, আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণযোগ্য। আবেদনকারীর কমপক্ষে ২০ বছরের শিক্ষকতা অথবা ৫ বছরের গবেষণাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়াও, শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনকারীদের আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাণ্ডিত্যপূর্ণ স্বীকৃতি থাকলে সেটিও বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ৪৫ বছর হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

১০

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

১১

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

১২

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

১৩

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

১৪

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

১৫

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

১৬

গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : খালেদা জিয়া

১৭

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

১৮

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

১৯

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

২০
X